বেশি দামে চাল-পেঁয়াজ বিক্রি, সাতকানিয়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতকানিয়ায় বেশি দামে চাল ও পেঁয়াজ বিক্রির অপরাধে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলা ও পৌরসদরের দেওয়ানহাট, কোর্ট রোড, ডলুব্রিজ এলাকায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-ই-আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সাতকানিয়া দেওয়ানহাট বাজারের ইলিয়াস স্টোর নামে এক ব্যবসা প্রতিষ্ঠানকে পেঁয়াজের অতিরিক্ত মূল্য আদায়ের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

চালের অতিরিক্ত মূল্য আদায় করায় কোর্ট রোডের আমিন স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই অভিযানে আমিন ট্রেডার্স নামে সরকারি ন্যায্য মূল্যের এক ডিলার দোকান বন্ধ রাখায় মুচলেকা আদায় করে সতর্ক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর ই আলম বলেন, করোনাভাইরাসের অজুহাতে পণ্যসামগ্রীর অতিরিক্ত মূল্য আদায় করার অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অতিরিক্ত মূল্য আদায় করায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের সাথে সাতকানিয়া থানার এসআই আমিরুল ইসলাম ও পেশকার মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!