বেশি দামে গরুর মাংস ও মেয়াদ ছাড়া পণ্য বিক্রি, অর্থদণ্ড ১২ হাজার

চট্টগ্রামে বেশি দামে গরুর মাংস বিক্রি করায় তিন দোকানদারকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে তাদের ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্য তালিকা না থাকায় এবং মেয়াদ ছাড়া পণ্য বিক্রির দায়ে আরও তিন দোকানদারকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও রানা দেব নাথ।

জানা গেছে, গরুর মাংসের দোকানদাররা প্রতিকেজিতে ২০০ থেকে ৩০০ টাকা বেশি দামে বিক্রি করছিল। তাই তাদের ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে দুটি মুদি দোকানে মূল্য তালিকা না থাকায় ৪ হাজার টাকা ও একটিতে মেয়াদ ছাড়া পণ্য বিক্রি করায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার বলেন, মাংসের দোকানে মাংসের দাম স্বাভাবিক দামের চেয়ে ২০০-৩০০ টাকা বেশি দামে বিক্রি করছিল। এছাড়া মুদি দোকানগুলোতেও নানান অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় মোট ছয় প্রতিষ্ঠান থেকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm