বেশি দামে আলু বিক্রি, ৪ ব্যবসায়ীকে জরিমানা চাক্তাইয়ে

চট্টগ্রাম নগরীর নতুন চাক্তাইয়ে বেশি দামে আলু বিক্রি ও মূল্য তালিকা না থাকায় চার প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (৩০ সেপ্টেম্বর) অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও রানা দেব নাথ।

অভিযানে মূল্যতালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও অতিরিক্ত দামে আলুর বিক্রি করায় ২টি খুচরা মুদি দোকান ও ২টি আলু-পেঁয়াজের আড়তকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে পাইকারি আলু-পেঁয়াজের আড়ত মেসার্স সাহা বদি স্টোরকে ২ হাজার টাকা, মেসার্স মক্কা -মদিনা স্টোরকে ৫ হাজার টাকা। খুচরা মুদির দোকান মেসার্স সাদমান স্টোরকে ৩ হাজার অন্য আরেক মুদির দোকানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক আনিছুর রহমান জানান, নতুন চাক্তাই কয়েকটি দোকানে মূল্যতালিকা ছিল না। মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রিসহ বেশি দামে আলুর বিক্রি করায় চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm