বেশি দামে আলু বিক্রি রিয়াজউদ্দিন বাজারে, ব্যবসায়ীকে অর্থদণ্ড

মূল্য তালিকার চেয়ে বেশি দামে আলু বিক্রি করায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে মূল্য তালিকা না থাকায় আরও দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে রিয়াজউদ্দিন বাজারে এ অভিযান চালায় চট্টগ্রামের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক নাসরিন আক্তার ও মো. আনিছুর রহমান।

জানা গেছে, রিয়াজউদ্দিন বাজারে অভিযানে মূল্য তালিকার চেয়ে বেশি দামে আলু বিক্রি করায় ‘মেসার্স আসিফ ট্রেডার্সকে’ ১০ হাজার, সঠিক মূল্য তালিকা প্রদর্শন না করা ‘মেসার্স দাউদকান্দি বাণিজ্যালয়কে’ ৬ হাজার টাকা এবং মেসার্স ‘আকবর ট্রেডার্সকে’ ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক আনিছুর রহমান জানান, রিয়াজউদ্দিন বাজারের পাইকারি আলুর বাজারে অভিযান চালাতে গিয়ে দেখা গেছে—টাঙানো মূল্য তালিকায় পাইকারিতে প্রতিকেজি আলুর দাম ৫৮ টাকা দেখানো হলেও বাস্তবে বিক্রি করা হচ্ছে ৬০ টাকায়। এমন অনিয়মের অভিযোগে মেসার্স আসিফ ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সঠিক মূল্য তালিকা প্রদর্শন না করা মেসার্স দাউদকান্দি বাণিজ্যালয়কে ৬ হাজার টাকা ও মেসার্স আকবর ট্রেডার্সকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm