আলু নির্ধারিত দামের চেয়ে ১১ টাকা বেশি বিক্রি অপরাধে চার প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে। এছাড়া ফেনী বাণিজ্যালয় নামের একপ্রতিষ্ঠান সাময়িক বন্ধ করে দেওয়া হয়।
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মোড়ে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।
সোমবার (১৮ সেপ্টেম্বর) নগরীর চাদগাঁও থানার কাপ্তাই রাস্তার মোড় ও মোহরা এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহাকারী পরিচালক নাসরিন আক্তার এই অভিযান পরিচালনা করেন।
এই অভিযানে অতিরিক্ত দামে আলু বিক্রির অপরাধে আব্দুল বারেক ট্রেডার্সকে ৫ হাজার, ফেনী বাণিজ্যালয়কে ৩০ হাজার, মোহরা বাণিজ্যালয়কে ৩০ হাজার এবং বার আউলিয়া বাণিজ্যালয়কে ৩০ হাজারসহ মোট ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জরিমানার পরপরই পাইকারিতে ৩২ টাকায় ও খুচরায় ৩৬ টাকায় আলু বিক্রি করেছে আলুর ব্যবসায়ীরা।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহাকারী পরিচালক নাসরিন আক্তার জানান, অতিরিক্ত দামে আলু বিক্রি হচ্ছিল। সরকারি নির্দেশনা অমান্য করে মুন্সীগঞ্জ থেকে মূল্য নির্ধারণ করে দেওয়া হয় এবং এখানে কিছু ব্যবসায়ী সেই অনুসারে যোগসাজশে অধিক মূল্যে আলু বিক্রি করে।
আরএ/ডিজে