বেশি দামে আলু বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা কর্নেল হাটে

কেজিপ্রতি ৪ টাকা বেশি দামে আলু বিক্রি করতে গিয়ে ১০ হাজার টাকা জরিমানা গুনেছে চট্টগ্রাম নগরীর কর্নেল হাটের আইয়ুব অ্যান্ড ট্রেডার্স নামের এক প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটি ৩৬ টাকা দামের আলু কেজিপ্রতি ৪০ টাকায় বিক্রি করছিল।

মঙ্গলবার (৩ অক্টোবর) অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের উপ পরিচালক মো. ফয়েজ উল্যাহ।

জানা গেছে, কর্নেল হাটে এই দোকানটিতে রশিদে ৫ কেজি আলুর দাম রাখা হয় ২০০ টাকা, ১০ কেজির দাম ৪০০ টাকা, ২ কেজির দাম ৮০ টাকা। অর্থাৎ কেজিপ্রতি খুচরায় বিক্রি করা হয় ৪০ টাকা। আলু কেজিপ্রতি ৪ টাকা বেশি বিক্রি করায় দোকানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অধিদপ্তরের উপ পরিচালক মো. ফয়েজ উল্যাহ জানান, মূল্য তালিকার চেয়ে বেশি দামে আলুর দামে বিক্রির দায়ে এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই অভিযানে মরিয়ম ট্রেডার্সে মূল্য তালিকা না থাকায় ১ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য একটি ফার্মেসিকে ৫ হাজার টাকা ও ক্যাফে আজমির নামের এক হোটেলকে মূল্য তালিকা না থাকায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm