বেলজিয়ামে চট্টগ্রামবাসীর জমজমাট মিলনমেলা

বেলজিয়ামে চট্টগ্রামবাসীদের সংগঠন ‘চট্টলা’র আয়োজনে বন্দরনগরী এন্টর্পেন শহরে অনুষ্ঠিত হয় এক মিলনমেলা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সন্তান ও বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন বেলজিয়াম-ইইউ-লুক্সেমবার্গে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাদত হোসেন এবং চট্টগ্রামের আরেক কৃতি সন্তান নেদারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলাল।

বেলজিয়ামের বন্দরনগরী এন্টর্পেন শহরে ‘চট্টলা’র আয়োজনে মিলনমেলা
বেলজিয়ামের বন্দরনগরী এন্টর্পেন শহরে ‘চট্টলা’র আয়োজনে মিলনমেলা

খোকন শরীফের সভাপতিত্বে এবং দাউদ খান সোহেলের পরিচালনায় অনুষ্ঠানে বেলজিয়ামে বসবাসরত প্রবাসীদের পাশাপাশি জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, হল্যান্ড, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য থেকে আসা প্রবাসীরা অংশগ্রহণ করেন। মিলনমেলায় আসা অতিথিরা প্রবাসে ব্যস্ততার মাঝে থেকেও ‘চট্টলা’র এই সৌহার্দ্যপূর্ণ আয়োজনের প্রশংসা করেন।

বেলজিয়ামের বন্দরনগরী এন্টর্পেন শহরে ‘চট্টলা’র আয়োজনে মিলনমেলা
বেলজিয়ামের বন্দরনগরী এন্টর্পেন শহরে ‘চট্টলা’র আয়োজনে মিলনমেলা

সাত বছর আগে ইউরোপের রাজধানী খ্যাত ব্রাসেলসে কয়েকজন চট্টগ্রামবাসীর উদ্যোগে ‘চট্টলা’ সংগঠনটি গঠিত হয়। সংগঠনের অন্যতম উদ্যোক্তারা হলেন আবু তাহের, এমএম মোরশেদ, কলিম উদ্দীন ও রহমত উল্লাহ।

বেলজিয়ামের বন্দরনগরী এন্টর্পেন শহরে ‘চট্টলা’র আয়োজনে মিলনমেলা
বেলজিয়ামের বন্দরনগরী এন্টর্পেন শহরে ‘চট্টলা’র আয়োজনে মিলনমেলা

চট্টগ্রামের ঐতিহ্য, সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি প্রবাসে চট্টগ্রামবাসী এবং সকল বাঙালির মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন মজবুত করা ও প্রবাসীদের উন্নয়নের লক্ষ্যে সংগঠন ‘চট্টলা’ কাজ করে যাচ্ছে। মিলনমেলায় ‘চট্টলা’র পক্ষে আগত অতিথিদের শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন জাহাঙ্গীর চৌধুরী রতন।

বেলজিয়ামের বন্দরনগরী এন্টর্পেন শহরে ‘চট্টলা’র আয়োজনে মিলনমেলা
বেলজিয়ামের বন্দরনগরী এন্টর্পেন শহরে ‘চট্টলা’র আয়োজনে মিলনমেলা

অনুষ্ঠানে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজনের পাশাপাশি শিশু-কিশোরদের অংশগ্রহণে চাঁটগাইয়া আঞ্চলিক গান এবং নৃত্য পরিবেশন করা হয়।

বেলজিয়ামের বন্দরনগরী এন্টর্পেন শহরে ‘চট্টলা’র আয়োজনে মিলনমেলা
বেলজিয়ামের বন্দরনগরী এন্টর্পেন শহরে ‘চট্টলা’র আয়োজনে মিলনমেলা

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!