বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহীর

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় এনএইচ মাসুম (৩১) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ জুন) বিকেল ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার আধুনগর ডলু ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুম সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের পূর্ব গাটিয়াডাঙ্গা এলাকার নুরুল হক মাস্টারের পুত্র। তিনি কেএসআরএম স্টিল কোম্পানি চকরিয়া উপজেলার মাঠকর্মী ছিলেন।

আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকাল ৫টার দিকে আধুনগর ডলু ব্রিজে চট্টগ্রামমুখি একটি ট্রাক মোটরসাইকেলটিকে পিছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল আরোহী।

দোহাজারী হাইওয়ে থানার (ওসি) আবদু রব জানান, ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক ও হেলপার পলাতক রয়েছে। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!