বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

বিপুল উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত হলো বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর ইপিজেডে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক মো. আব্দুস সোবহান।

আরও উপস্থিত ছিলেন বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. কাউছার আলী সরকার।

প্রধান অতিথি মো. আব্দুস সোবহান বলেন, ‘নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সঙ্গে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্ণভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে।’

ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৪টি হাউসে ২০০০ শিক্ষার্থী ৭৮টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করে।

মেঘনা হাউস ২১৫টি পদক পেয়ে চ্যাম্পিয়ন ও কর্ণফুলী হাউস ১৪৩ পদক পেয়ে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

Yakub Group

পরে প্রধান অতিথি বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!