টানা দুইমাস বকেয়া বেতন পরিশোধের দাবিতে কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ করছেন চট্টগ্রাম সেন্ট্রাল প্রসেসিং জোন (সিইপিজেড) ৪ নম্বর রোডের মের্সাস পাপেলা লিমিটেডের ৩ শতাধিক পোশাক শ্রমিক।
এর আগেও গত বছর ১০ ডিসেম্বর টানা তিনমাস বকেয়া বেতনের দাবিতে পাপেলা লিমিটেডের মালিকানাধীন দুই কারখানার প্রায় ১ হাজার ৯০০ পোশাক শ্রমিক কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেছিল।
এছাড়া রোববার (১০ মে) একই দাবিতে সেকশন-৭ নামের আরও একটি কারখানার গেইটের মুখে অবস্থান নিয়ে শ্রকিমরা বিক্ষোভে অংশ নিয়েছে। দুপুর আড়াইটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকদের শান্ত করার চেষ্টা করছিল বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।
রোববার দুপুরে মের্সাস পাপেলা লিমিটেড ও সেকশন-৭ কারখানার দুটির মূল ফটকে প্রায় ৫ শতাধিক কর্মীকে বিক্ষোভ করতে দেখা যায়। এসময় শ্রমিকদের শান্ত করার চেষ্টা করছিল মালিকপক্ষ। এছাড়া পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।
পোশাক কর্মীদের সাথে কথা বলে জানা যায়, চলতি বছরের দুই মাসের বকেয়া বেতন মে মাসের ১০ তারিখ পরিশোধ করার কথা ছিল। কারখানা কর্তৃপক্ষ রোববার পুনরায় নতুন করে ১৩ তারিখ পরিশোধের কথা বললে শ্রমিকরা কাজ বন্ধ রেখে কারখানার সামনে রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেপজা জেনারেল ম্যানেজার মো. খুরশীদ আলম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, পাপেলা ফ্যাক্টরিদের বেতন দেওয়ার কথা ছিল আজ। কিন্তু তা আবার পিছিয়ে দেয়ায় শ্রমিকরা বিক্ষোভ করে। আমরা ফ্যাক্টরি মালিকদের সঙ্গে কথা বলেছি সামনে ১৩ তারিখ শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে।
এছাড়া সেকশন-৭ ফ্যাক্টরির একমাসে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ করছেন। ওই কারখানার মালিকের সঙ্গে কথা বলেছি। চেষ্টা করা হচ্ছে সেটাও সমাধান করব।
মুআ/এসএইচ