বৃহস্পতিবার ৭ ঘণ্টা গ্যাস থাকবে না চট্টগ্রামের যেসব এলাকায়

চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সাত ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সঞ্চালন লাইনে মেরামত কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)।

বুধবার (২৮ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে কেজিডিসিএল জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্যাস সরবারহ বন্ধ থাকবে।

এছাড়া আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের চাপ কম থাকবে।

জানা গেছে, নগরীর টাইগারপাস থেকে দেওয়ানহাট এলাকায় গ্যাসের সঞ্চালন লাইনের দুটি বাল্ব ফেটে গেছে। এসব ভাল্ব ১৯৮৬ সালে স্থাপন করা হয়েছিল। এ দুটি বাল্ব স্থাপনের জন্য মূলত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হচ্ছে।

যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
চট্টগ্রাম নগরীর জিইসি, ওয়াসা, লালখানবাজার, টাইগারপাস, কদমতলী, আমবাগান, মোল্লাপাড়া, মেহেদীবাগ, লাভলেইন, নন্দনকানন, রিয়াজউদ্দিন বাজার, নিউমার্কেট, নালাপাড়া, জামালখান, কাজির দেউড়ি, ডিসি হিল এবং এনায়েত বাজার এলাকা।

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!