বৃহস্পতিবারও চট্টগ্রামের আইনজীবীদের কর্মবিরতি

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বৃহস্পতিবারও (২৮ নভেম্বর) কর্মবিরতি পালন করার ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পিতিবার দ্বিতীয় দিনের মতো আদালত কর্মবিরতির এ সিদ্ধান্ত জানায় জেলা আইনজীবী সমিতি। একইসঙ্গে এদিন দুপুরে বাদ জোহর কোর্ট হিল জামে মসজিদে আলিফের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়৷

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী বলেন, বুধবারের মত বৃহস্পতিবারও আমরা কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছি। আইনজীবী আলিফের আত্মার মাগফেরাত কামনায় বৃহস্পতিবার বাদ জোহর কোর্ট হিল জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বাতিল করা হয়েছে অবকাশকালীন প্রীতি সমাবেশ।

তিনি আরও বলেন, রোববার (১ ডিসেম্বর) দুপুর ২টায় আইনজীবী দোয়েল ভবনের সামনে থেকে শোক মিছিল অনুষ্ঠিত হবে।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm