বৃদ্ধাশ্রমের বাসিন্দা, সমাজের সুবিধাবঞ্চিত আলোর পথের যাত্রীদের সঙ্গে নিয়ে দায়িত্ব গ্রহণের বর্ষপূর্তি পালন করল চট্টগ্রাম এভিয়েশন ক্লাবের প্রথম নির্বাচিত কমিটি। বর্ষপূর্তির আয়োজন থেকে বেসরকারি বিমান সংস্থার প্রতিনিধিদের নিয়ে গঠিত এ ক্লাবের কর্মকর্তারা ভবিষ্যতেও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করে যাবার অঙ্গীকার করেছেন।
২০২২ সালের ৩০ সেপ্টেম্বর নির্বাচনের মাধ্যমে চট্টগ্রাম এভিয়েশন ক্লাবের প্রথম কমিটি দায়িত্ব গ্রহণ করেছিল। এক বছর পূর্তির দিনটিকে ব্যতিক্রমী আয়োজনে পালনের সিদ্ধান্ত নেয় ক্লাব কমিটি।
এর আলোকে শনিবার (৩০ সেপ্টেম্বর) ক্লাবের নির্বাচিত কর্মকর্তারা যান রাউজানের নোয়াপাড়ায় আমেনা-বশর বৃদ্ধাশ্রমে এবং পরবর্তীতে চট্টগ্রাম নগরীর পুরাতন রেলস্টেশন চত্বরে আলোর ঠিকানা স্কুলে।
শনিবার দুপুরে আমেনা-বশর বৃদ্ধাশ্রমের অর্ধশতাধিক বাসিন্দার মাঝে চট্টগ্রাম এভিয়েশন ক্লাবের পক্ষ থেকে হুইল চেয়ার ও ওষুধসহ তাদের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। একান্ত আলাপচারিতা, সুখ-দুঃখের স্মৃতিচারণে তাদের সঙ্গে প্রায় তিন ঘন্টা সময় কাটান ক্লাবের কর্মকর্তারা। একসঙ্গেই দুপুরের আহার সারেন। পরিবার বিচ্ছিন্ন হয়ে একাকী, নিভৃতে থাকা মা-বাবারা সন্তানস্নেহে ক্লাবের কর্মকর্তাদের কাছে টেনে নেন। খানিক সময়ের জন্য স্নেহ-ভালোবাসার পরশ তাদের ভুলিয়ে দেয় একাকীত্বের ব্যাথা।
বিকেলে চট্টগ্রাম এভিয়েশন ক্লাবের কমকর্তারা যান সুবিধাবঞ্চিত, ভাসমান শিশু-কিশোরদের আলোর পথ চিনিয়ে দেয়ার প্রতিষ্ঠান ‘আলোর ঠিকানা’ স্কুলে। সেখানেও অর্ধশত শিশু-কিশোরদের সঙ্গে প্রায় দু’ঘন্টা সময় কাটান ক্লাবের কর্মকর্তারা। তাদের নিয়ে কেক কাটেন। স্কুলব্যাগ ও খাবারের প্যাকেট উপহার হিসেবে দেয়া হয়। আদরবঞ্চিত শিশু-কিশোরেরা খানিক সময়ের জন্য পান মমতার স্পর্শ, আনন্দে মেতে ওঠেন তারা।
বর্ষপূর্তির এসব আয়োজনে চট্টগ্রাম এভিয়েশন ক্লাবের প্রেসিডেন্ট ও এয়ার গ্যালাক্সি চট্টগ্রাম অফিসের প্রধান আসিফ চৌধুরী, সেক্রেটারি ও ফ্লাই হাব চট্টগ্রামের প্রধান একরামুল ইসলাম, বিডি ফেয়ার চট্টগ্রামের প্রধান মনোজিৎ সেনগুপ্ত, এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের চট্টগ্রামের প্রধান সাদাত হোসেন, ট্রাভেল জুনের ডিরেক্টর মো. শাহেদ, সাজ্জাদ হোসেন, এজেডএম ওয়ালীউল্লাহ, অ্যাবাকাসের সেলস ম্যানেজার মনজুর মোরশেদ, ক্লাবের প্রচার সম্পাদক আদনান রহমান বাপ্পি, শামসাদ হুসেন, ইকরামুল ইসলাম দিপু এবং এসএম তানভীর আলম।
চট্টগ্রাম এভিয়েশন ক্লাবের প্রেসিডেন্ট আসিফ চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম এভিয়েশন ক্লাব একটি অলাভজনক সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই এ সংগঠনকে আমরা একটি সামাজিক দায়বদ্ধ প্রতিষ্ঠানে রূপ দিয়েছি। নিছক সাংগঠনিক কর্মকাণ্ডের বাইরে গিয়ে আমরা শীতার্ত মানুষের পাশে শীতবস্ত্র নিয়ে দাঁড়িয়েছি। অনাথ আশ্রম, এতিমখানায় সাহায্যের হাত বাড়িয়েছি। যে কোনো দুর্যোগ-দুর্বিপাকে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এভাবে আমরা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমাদের কর্মকাণ্ড চালিয়ে যাব।’