পড়েছেন বুয়েটে। কর্মরত রয়েছেন বাংলাদেশ ব্যাংকে। আর এবার ৩৮তম বিসিএসে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পেলেন নিয়োগের সুপারিশ। তিনি সনদ বড়ুয়া স্নেহাশীষ।
সনদ বড়ুয়া চট্টগ্রামের ফটিকছড়ির ছেলে। ধর্মপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা তার পরিবার। মুক্তিযোদ্ধা বাবা দেবপ্রিয় বড়ুয়া পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে ফটিকছড়ি উপজেলায় কর্মরত ছিলেন। বর্তমানে আছেন অবসরে। মা ঝর্না বড়ুয়া সমাজসেবা অধিদপ্তরে কর্মরত ছিলেন। তিনিও বর্তমানে অবসরে আছেন।
চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে এসএসসি পাস করার পর সনদ বড়ুয়া ভর্তি হন চট্টগ্রাম কলেজে। সেখান থেকে এইচএসসি পাস করার পর ভর্তি হন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নেভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগে।
২০১৯ সালে তিনি বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগ দেন। আর অদম্য ইচ্ছার জোরে এবার ৩৮তম বিসিএস পরীক্ষার সদ্য প্রকাশিত চূড়ান্ত ফলাফলে তিনি মেধাতালিকায় ১৭ তম স্থান নিয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে সুপারিশ পেয়েছেন।
সিপি