‘বুলবুল’ মোকাবেলায় প্রস্তুত কক্সবাজার জেলা প্রশাসন

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আঘাত হানার বেশি ঝুঁকির তালিকায় নাম না থাকলেও মোকাবেলায় সর্বত্র প্রস্তুতি নিয়েছে কক্সবাজার প্রশাসন। আর এজন্য জেলার সব উপজেলায় মোট ৫০৭টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখতে ইউএনওদের নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সিএমপি সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটির সভায় তথ্যগুলো জানানো হয়েছে।

জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে সভায় জানানো হয়- সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখার পাশাপাশি রেড ক্রিসেন্টের সিপিডি ৬ হাজার ৪৫০ জন উদ্ধারকর্মী, ৯৭টি মেডিকেল টিম, ২ লাখ ৬২ হাজার টাকা ও ২০৬ মেট্রিক টন চাল বরাদ্দ রাখা হয়েছে।

পরিস্থিতি বিবেচনায় উপকূলীয় এলাকার মানুষের সাইক্লোন শেল্টারে নিয়ে আসা হবে বলে জানান জেলা প্রশাসক। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আশরাফুল আবছার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাং শাহাজান আলী ও অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!