বুধবার শিল্পকলা একাডেমিতে বাংলার মহানায়কের প্রদর্শনী

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে বুধবার (২৮ আগস্ট) সন্ধ্যা সাতটায় বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক মঞ্চনাটক বাংলার মহানায়কের প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এটি গ্রুপ থিয়েটার নাট্যাধারের ১৩তম প্রয়োজনা এবং তৃতীয় প্রদর্শনী। আয়োজনে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম।

মিলন কান্তি দে রচিত এবং মোস্তফা কামাল যাত্রা নির্দেশিত যাত্রাপালা ‘বাংলার মহানায়ক’-এ বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন, দেশাত্ববোধ, যুদ্ধ বিদ্ধস্থ দেশ পুনঃগঠনের যে ঐকান্তিক প্রচেষ্টা ছিল; তা তুলে ধরা হয়েছে। পাশাপাশি প্রতিবিপ্লবীদের ঘৃণ্য ষড়যন্ত্রের স্বীকার হয়ে ১৯৭৫ এর ১৫ আগস্ট স্ব-পরিবারে তাকে হত্যার ঘটনাক্রম চিত্রায়িত হয়েছে।

জামাল হোসাইন মঞ্জু সম্পাদিত পান্ডুলিপির আলোকে ডা. দীপংকর দের সংগীত পরিচালনায় নির্মিত ‘বাংলার মহানায়ক’ এর রূপসজ্জ্বাকারী শাহীনুর সরোয়ার, আবহ ধ্বনি শারমিন সুলতানা রাশা, দ্রব্য সম্ভার পরিকল্পক হারুন অর রশীদ, আলোক পরিকল্পক অনিক ইউসুফ এবং প্রযোজনা অধিকর্তা মাসউদ আহমেদ।

বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন জামাল হোসাইন মঞ্জু, বাহাউদ্দিন মিরান, মো. আশিকুর রহমান, হারুন বাবু, আসিফ উদ্দিন শুভ, দিদার মোর্শেদ, মো. শাহরিয়ার হক জিসাদ, ফালগুনী দাশ, এএফ গোলাম রাব্বানী, নজরুল ইসলাম, জসীম উদ্দিন আহমেদ, মোহাম্মদ কাউসার মজুমদার, শাহজালাল উদ্দিন রনি, শেখ মানিক মঞ্জুর, মো. আবুল হাসেম খান, এএইচএম তোফেল, শাহীনুর সরোয়ার, মোস্তফা কামাল যাত্রা, দেবাশিষ্ রুদ্র, তৌহিদ হাসান ইকবাল, হালিমা খাতুন আঁখি এবং শারমিন সুলতানা রাশা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!