চট্টগ্রামের আদালতপাড়ায় গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে কারাগারে নেওয়ার পথে সংঘর্ষে আইনজীবী প্রাণ হারানোর ঘটনায় আদালত বর্জন কর্মসূচি দেওয়া হয়েছে। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে এ কর্মসূচি দেওয়া হয়।
বুধবার (২৭ নভেম্বর) চট্টগ্রামের কোনো আদালতে আইনজীবী সমিতির সদস্যরা কাজ করবেন না বলে জানিয়েছেন সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী।
নাজিম উদ্দিন চৌধুরী জানান, আইনজীবী সমিতির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে আমরা সিদ্ধান্ত নিয়েছি, বুধবার আদালত চত্বরে হত্যার প্রতিবাদে সমাবেশ করব।
তিনি আরও জানান, আইনজীবী সাইফুলকে মাথায় ধারালো অস্ত্রের আঘাত করে হত্যা করা হয়েছে। আমরা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও বিচার চাই।
এর আগে মঙ্গলবার বিকালে সনাতনীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় প্রাণ হারান সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবী। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে কর্মরত ছিলেন।
আলিফ গুরুতর আহত হওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। তার শরীরে অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন ছিল বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।
এদিকে চট্টগ্রাম মেডিকেল সূত্রে জানা গেছে, সংঘর্ষে আহত আরও ছয়জন চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।