চট্টগ্রামের মিরসরাইয়ের বীর মুক্তিযোদ্ধা মৃণাল কান্তি চক্রবর্ত্তী মারা গেছেন।
শনিবার (১ জুন) হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
মিরসরাইয়ের শ্রীপুর গ্রামের মৃত নলিনী রঞ্জন চক্রবর্ত্তীর জ্যেষ্ঠ ছেলে ছিলেন মৃণাল কান্তি চক্রবর্ত্তী। তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার সকাল ১১ টায় নগরীর বলুয়ার দীঘি পাড় মহাশ্মশান মাঠে চট্টগ্রাম জেলা প্রশাসকের পক্ষ হতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মৃণাল কান্তি চক্রবর্ত্তীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন। পরে তার অন্তিম সংস্কার কাজ সম্পন্ন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা মৃনাল কান্তি চক্রবর্ত্তী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ১ নম্বর সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।