বি ফ্রেশ পেলো চায়না সাউদার্ন এয়ারলাইন্সের শীর্ষ এজেন্টের স্বীকৃতি

চায়না সাউদার্ন এয়ারলাইন্সের শীর্ষ এজেন্টের স্বীকৃতি পেল দেশের শীর্ষস্থানীয় ট্রাভেল এজেন্ট বি-ফ্রেশ। ২২ ডিসেম্বর ঢাকার ওয়েস্টিন হোটেলে বি ফ্রেশের কাছে শীর্ষ এজেন্টের পুরস্কার হস্তান্তর করেন চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বাংলাদেশ শাখার জেনারেল ম্যানেজার কই জিয়ান।

রাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাইনা সাউদার্ন এয়ারলাইন্স বাংলাদেশ শাখার কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ এভিয়েশন শিল্পের উদ্যোক্তারা।

বি ফ্রেশের ঢাকা শাখার বিক্রয় বিভাগের ডেপুটি ম্যানেজার মাহবুবুর রহমান বলেন, ‘এমি হচ্ছে বি ফ্রেশের ট্রাভেল এবং টিকেটিংয়ের ডিজিটাল অনলাইন প্লাটফর্ম। চায়না সাউদার্ন এয়ারলান্সের কাছ থেকে এ পুরস্কার পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। ২০২০ সালে গ্রাহকদের জন্য ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল এয়ার টিকেটে আকর্ষণীয় অফার এবং ছাড়ের লক্ষ্য নির্ধারণ করেছে বি ফ্রেশের এমি (এমি ট্রাভেল টেকনোলজি)।’

বি ফ্রেশের মার্কেটিং ও ব্রান্ডের প্রধান ফয়সাল বলেন, ‘আমরা ডিজিটাল বাংলাদেশের অন্যতম প্রধান অংশীদার হতে চাই। ‘AMY API’ ব্যবহার করে আমাদের অনেক ট্রাভেল পার্টনার তাদের গ্রাহকদের খুব সহজে এবং কম রেটে টিকেটিং সুবিধা দিচ্ছেন। আন্তর্জাতিক মানের সেবা প্রদানের লক্ষ্যে গ্রাহকদের হাতে হাতে আমরা পৌঁছে দিয়েছি এমির Android এবং iOS অ্যাপ যার সাহায্যে গ্রাহকরা খুব সহজেই করে ফেলতে পারেন ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল এয়ার টিকেট এবং এর জন্য আমরা নিরলস কাজ করে যাচ্ছি।’

২০১৬ সালে প্রতিষ্ঠিত হওয়া ‘এমি’ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সহজ এবং রিয়েল-টাইম অনলাইন ট্রাভেল এজেন্ট। ২৪ ঘন্টা গ্রাহক সেবা দিতে আমাদের আছে বিশেষ টিম যারা সর্বদা আপনার সেবায় নিবেদিত। এমির ওয়েব পোর্টাল এবং মোবাইল অ্যাপ দিয়ে আপনি খুব সহজেই এয়ার টিকেট করা যায় লোকাল ও ইন্টারন্যাশনাল ডেবিট অথবা ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট কিংবা এমি ক্রেডিট লিমিটের সাহায্যে। টিকেট ইস্যু করার সাথে সাথেই এসএমএস ও ইমেইলে কনফার্মেশন মেলে। ‘এমি’ বাংলাদেশি এবং আন্তর্জাতিক সকল এয়ারলাইন্স দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত। এটি বাংলাদেশের প্রথম অনলাইন ট্রাভেল এজেন্ট।’

সিপি

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!