বিয়ে সেরে ফেরার পথে সিএনজিতে ধরা বর-কনে, মুচলেকায় মুক্তি

0

মন্দিরে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে বর ও কনে আরও এক সঙ্গীসহ সিএনজিচালিত অটোরিকশায় গাদাগাদি করে ফিরছিলেন নিজেদের বাড়িতে। পথে বাধ সাধলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বরের কানের কাছে মুখ নিয়ে লকডাউন অমান্য করে বিয়ের কথা জিজ্ঞেস করতেই শুকনো হাসিতে বরের অনুনয়। শেষে মানবিক বিবেচনায় আগামী সাতদিন ঘর থেকে বের না হওয়ার মুচলেকায় ছাড়া পেলেন বর ও কনে।

শুক্রবার (২ জুলাই) চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার বারইহাট এলাকায় ঘটেছে এই ঘটনা।

হাটহাজারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বললেন, ‘লকডাউন অমান্য করে বিয়ে করায় বরকনে আটক করে সাতদিন বাসায় থাকার মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে বর-কনেকে।

s alam president – mobile

বিয়ে সেরে ফেরার পথে সিএনজিতে ধরা বর-কনে, মুচলেকায় মুক্তি 1

সরকারঘোষিত কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে উপজেলা প্রশাসনের নজরদারিতে সড়ক ছিল অনেকটাই ফাঁকা। লকডাউন অমান্য করে সড়কে কার,মাইক্রো,সিএনজি অটোরিকশা নিয়ে চলাচলের জন্য গুণতে হয়েছে জরিমানা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরিফ উল্লাহ নেতৃত্বে হাটহাজারী মোড়, পৌরসভাসহ বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে শুক্রবার মোট ৩৫টি মামলায় ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

Yakub Group

সিএম/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!