বিস্ফোরণে অগ্নিদগ্ধ রোগীদের পাশে দাঁড়াল যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু

সীতাকুণ্ডের বিএম ডিপোতে কন্টেইনার বিস্ফোরণে আহত রোগীদের জন্য ফ্যান, বার্ন ক্রিমসহ প্রয়োজনীয়সামগ্রী দিয়েছেন যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু।

বৃহস্পতিবার (৯ জুন) বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার শামীম আহসানের কাছে এসব জিনিস হস্তান্তর করেন তিনি।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় এসব সামগ্রী দেওয়া হয়।

চট্টগ্রাম মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, ‘করোনাকালীন সময় ছাড়াও বিভিন্ন সময় হাসপাতালের রোগীদের জন্য হুইলচেয়ার দিয়েছিলেন তিনি। এবার অগ্নিদগ্ধ চিকিৎসাধীন রোগীদের জন্য ওষধ, রোগীর বেডসহ প্রয়োজনীয় সামগ্রী দিয়েছেন।’

এ সময় উপস্থিত ছিলেন যুবনেতা আনিফুর রহমান লিটু, সুফিউর রহমান টিপু, নুরনবী পারভেজ, রঞ্জিত শীল, মো. লোকমান, মো. ঈসমাইল, এসএম আতিকুর রহমান, রায়হান নেওয়াজ সজীব, ইমতিয়াজ আহমেদ বাবলা, ইকবাল হোসেন, রাশেদ চৌধুরী, সালাউদ্দীন বাবর, দিদার আলম, সাজ্জাদ আলী জুয়েল, ফরহাদ আবদুল্লাহ, সালাউদ্দীন, মো. শরীফ, মারুফুল ইসলাম মারুফ, কাজী আরিফ, সাজিবুল ইসলাম সজীব, সরোয়ার হোসেন, মোস্তাফা মামুন, তানভীর হাসান, রোকন উদ্দীন, আবু নাসের জুয়েল, মো. আরমান।

আরও উপস্থিত ছিলেন আবদুর রহমান বাহার, আকবর জুয়েল, সৈয়দ সুলতান, আবিদ হাসান, সাদাম হোসন, জয় ইফতিখার ইফতি, শিহাব শিহাব উদ্দিন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm