চট্টগ্রাম ব্যাংকার্স ক্লাব আয়োজিত বিসিসি ইন্টার ব্যাংক ক্রিকেট টুর্নামেন্টে গ্লোবাল ইসলামী ব্যাংক চ্যাম্পিয়ন হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) বিকালে চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামে বিসিসি ইন্টার ব্যাংক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ফাইনালে গ্লোবাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক দলকে ৩ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক চট্টগ্রাম ব্যাংকার্স ক্লাবের সভাপতি জহুরুল হুদার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, প্যানেল মেয়র ড. নিছার উদ্দিন আহমদ মঞ্জু, কাউন্সিলর আবদুল মান্নান, চট্টগ্রাম ব্যাংকার্স ক্লাবের যুগ্ম সম্পাদক রাশেদুল আমিন, কায়েস চৌধুরী, তৌফিকুল ইসলাম বাবু, হাফিজুর রহমান, কামাল উদ্দিন, নাছির উদ্দীন, বিক্রম পাশা,মো শাহজাহান, বোরহান উদ্দিন চৌধুরী, জাহেদ হোসেন, জাহিদুল ইসলাম চৌধুরী, নাসরিন নাহার, মায়ফুল আকতার বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘নির্মল বিনোদনের অনন্য মাধ্যম খেলাধুলা। পেশাদার খেলোয়াড় হলেই নিয়মিত প্রশিক্ষণ, অনুশীলন করতে হবে এমনটাই শুধু নয়। সুস্বাস্থ্য ও মানসিক প্রশান্তির জন্য কর্মজীবী মানুষের জীবনে খেলাধুলা গুরুত্বপূর্ণ একটি বিষয়।’