বিষপানে গৃহবধূর আত্মহত্যা রাঙামাটিতে

রাঙামাটির লংগদুতে বিষপানে মর্জিনা খাতুন নামের ২০ বছর বয়সী এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে উপজেলার ভাইবোনছড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই এলাকার আব্দুল মতিনের মেয়ে।

জানা গেছে, রোববার বিকালে ফসলের জন্য বাড়িতে আনা বিষ খেয়ে আত্মহত্যা চেষ্টা চালায় মর্জিনা। এ সময় পরিবারের অন্য সদস্যরা মাঠে কাজ করছিল। তারা খবর পেয়ে মুমূর্ষূ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া পথেই মর্জিনার মৃত্যু হয়।

নিহতের স্বজনরা জানান, একবছর আগে মামাতো ভাই মো. আব্দুল্লাহর সঙ্গে বিয়ে হয় মর্জিনার। বিয়ের ৩ মাস পর পারিবারিক কলহের জেরে তিনি বাবার বাড়িতে চলে আসে। বাবার বাড়িতে থাকা অবস্থায় মর্জিনা বাবাকে কৃষি কাজে সাহায্য করতো। হয়ত পারিবারিক হতাশা থেকে মর্জিনা আত্মহত্যা করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ নূর। তিনি বলেন, ‘গৃহবধূর আত্মহত্যার খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশটি থানায় নিয়ে আসে। নিহত মর্জিনার পিতার আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm