বিষপানের ৯ দিন পর মারা গেলেন বোয়ালখালীর সেই গৃহবধূ

মারধর ও মানসিক নির্যাতনের জেরে বিষপান করা সেই গৃহবধূ নয়দিন মৃত্যুর সাথে লড়ে অবশেষে মারা গেলেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ জৈষ্টপুরা এলাকার প্রবাসী সুজন দের স্ত্রী বৈশাখী দে তার তিন বছরের ছেলে অংকন দেকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে তার শ্বশুর রজনজিৎ দে (নুনা) ও দেবর সুমন দের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে দুজনে মিলে বৈশাখীকে মারধর করে ও কুরুচিপূর্ণ ভাষায় গালি দেয়। এ অপমান সইতে না পেরে ২০ সেপ্টেম্বর সকালে বৈশাখী দে ঘরে রাখা কীটনাশক ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। তাকে প্রথমে বোয়ালখালী উপজেলা হাসপাতালে সেখানে রোগীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান তার স্বজনরা। সেখানে ৯ দিন ধরে চিকিৎসাধীন অবস্হায় থাকার পর শনিবার সকালে তিনি মারা যান বলে নিশ্চিত করেন তার মা রুমা দেব।

রুমা দেব বলেন, ‘আমার মেয়েকে তারা মেরেই ফেললো, আমরা লাশ নিয়ে ঢাকায় ব্যস্ত চট্টগ্রাম ফিরে এসে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেব।’

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম বলেন, ‘পারিবারিক কলহে অভিমান করে বিষপানে প্রবাসী সুজন দের স্ত্রী বৈশাখী দে মারা গেছেন বলে শুনেছি।’

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ নেয়ামত উল্লাহ পিপিএম বলেন, এ বিষয়ে এখনও কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm