বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণচেষ্টা, ২ দিনের রিমান্ডে দুলাভাই

চট্টগ্রাম নগরীর সদরঘাট এলাকায় এক বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণচেষ্টা ও পর্নোগ্রাফির মামলায় জুনাইদুল হক সিদ্দিকীকে নামের এক যুবকের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের আদালত এই আদেশ দেন।

জুনাইদুল হক সিদ্দিকী (৩৫) নগরীর বাকলিয়া থানার মাস্টারপুল বউবাজার এলাকার রিজুয়ানুল হক সিদ্দিকীর ছেলে। তিনি ওই ভুক্তভোগী ছাত্রীর দুলাভাই।

s alam president – mobile

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২০ জানুয়ারি ওই ছাত্রীর গোসলের ভিডিও গোপনে ধারণ করেন দুলাভাই জুনাইদুল হক সিদ্দিকী। ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে রাতে বাসায় একা পেয়ে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এই সময় ছাত্রীর মেঝ বোন বাসার দরজা ধাক্কা দিলে, দরজা না খুলে গলাচেপে ধরে তাকে হত্যার চেষ্টা করেন জুনাইদুল।

একপর্যায়ে ধাক্কায় দরজার ছিটকিনি খুলে যায়। পরে সেখান থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে তার মেঝ বোন।

এরপর সদরঘাট থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে জুনাইদুল হক সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় ওই ছাত্রী বাদি হয়ে গত ২১ জানুয়ারি সদরঘাট থানায় একটি মামলা করেন।

Yakub Group

মামলার বাদির আইনজীবী অ্যাডভোকেট এএম জিয়া হাবীব আহসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণচেষ্টা ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা মামলায় দুলাভাই জুনাইদুল হক সিদ্দিকীর পাঁচদিনের রিমান্ড আবেদন করেছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. কামরুজ্জামান। আদালত শুনানি শেষে আসামির দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm