বিশ্বকাপ বাছাইয়ে লাওসের বিপক্ষে ড্র নয়, জয় চায় বাংলাদেশ

ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে সাতটা, দেখাবে বাংলা টিভি।

জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না দলের কোচ জেমি ডে। সোমবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে বাংলাদেশের ইংলিশ কোচ জানাচ্ছিলেন, ‘মঙ্গলবারের ম্যাচটি সহজ হবে না। গত ম্যচে প্রথমার্ধে লাওস আমাদের চেয়ে ভালো খেলেছিল। কিন্তু আমি খুশি যে ছেলেরা জিতে এগিয়ে গেছে। আশা করি, এবারো জিতেই বাছাই পর্বে যাব আমরা।’

যদিও ড্র হলেই চলবে। তারপরও আয়েশি থাকছেন না দলের কোচ। জেমি ডে জানাচ্ছিলেন, ‘লাওসের গোল দরকার, ওরা নিশ্চয়ই আক্রমণাত্মক ফুটবল খেলবে। কিন্তু আমরা ড্র নয়, জেতার জন্যই নামবো। লাওসের মাঠে প্রথমার্ধে আমাদের ফুটবলাররা বেশ নার্ভাস ছিল। এবার ঘরের মাঠে আমরা ভালো খেলে জিততে চাই। দেশের মানুষকে একটা উপভোগ্য ম্যাচ উপহার দিতে চাই আমরা।’

বাংলাদেশকে পেছনে ফেলে বাছাইয়ের চূড়ান্ত পর্বে উঠতে হলে কমপক্ষে ২-১ গোলে জিততে হবে লাওসকে।

লাওসের কোচ তাইতো ভুল সামলে বড় জয়ে অপেক্ষায়। সুন্দ্রাম মূর্তি জানাচ্ছিলেন, ‘দেখুন, আমরা জানি লড়াইটা কঠন। তারপরও গত ম্যাচের ভুলগুলো নিয়ে কাজ করেছি। আশায় আছি এবার ভাগ্য আমাদের পক্ষে থাকবে। তবে বাংলাদেশ ভালো দল, তারা দ্রুতগতির ফুটবল খেলে।’

বাছাইয়ের প্রথম পর্ব পেরুনো ছয় দেশ ও র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ৩৪ দল নিয়ে অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্ব। সেখানে আট গ্রুপে খেলা হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm