কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ২১ আসামিকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (৪ মার্চ) রাত থেকে শনিবার (৫ মার্চ) দুপুর পর্যন্ত ১২ ঘণ্টার এ বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযান চালানো হয় উপজেলার ১৮ ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায়।
চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. তফিকুল আলম এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বিশেষ অভিযানে নেতৃত্ব দেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার জেলা পুলিশের সহযোগিতায় চকরিয়া থানা পুলিশ শুক্রবার রাত ১২টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত ১২ ঘণ্টার একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে জিআর মামলার ১১ জন, সিআর মামলার ৯ জন ও সাজাপ্রাপ্ত ১ জন আসামি গ্রেফতার করা হয় বলে জানা গেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, ওয়ারেন্ট তামিল করতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে কেউ ঘরে থাকতে পারবে না।
ডিজে