বিশেষ অভিযানে পটিয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বিভিন্ন মামলায় আড়াই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে পটিয়া থানা পুলিশ।

শনিবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত ৩টায় পটিয়া থানার পুলিশের একটি অভিযান দল নগরীর খুলশী থানার আকবর শাহ্ রোডের দেওয়ানবাগ জাহাঙ্গীর বিল্ডিং থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামির মো. আফতাব উদ্দিন (৪৭)। সে উপজেলার পৌরসভার পাইকপাড়া এলাকার মৃত জাহেদুল হকের ছেলে।

পুলিশ সূত্র জানায়, তিনটি সিআর মামলায় মোট ২ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি মো. আফতাব উদ্দিন দীর্ঘদিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানার আকবর শাহ্ রোড এলাকায় একটি বিল্ডিংয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm