বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে নগর বিএনপির ডেঙ্গু সহায়তা সেল

নগরীর পাঁচ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে নগর বিএনপি ডেঙ্গু সহায়তা সেল গঠন করেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, ইউএসটিসি, বিসিজি ট্রাস্ট ও সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্তদের চিকিৎসা সেবা দিবে এই সেলের সদস্যরা। ডেঙ্গু সহায়তা সেল সার্বক্ষণিক তদারকি করবেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

সোমবার (৫ আগস্ট) দুপুরে নগর বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিএনপির নগর সভাপতি ডা. শাহাদাত হোসনে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, ড্যাব চমেক সভাপতি অধ্যাপক ডা. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক ডা. ফয়েজুর রহমান, ড্যাব চট্টগ্রাম জেলার সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক, সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালি, ড্যাব চমেক শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. ঈসা চৌধুরী, ডা. শাকির উর রশিদ, ডা. দাউদ সিদ্দিকী, ডা. মাসুদ পারভেজ, ডা. মিজানুর রহমান, ডা. মেহেদী হাসান প্রমুখ।

নগর বিএনপির পক্ষ থেকে জানানো হয়, হটলাইন নম্বরে ফোন করে ডেঙ্গুর বিষয়ে পরামর্শ নেয়া যাবে। চমেক হাসপাতালে ডা. সোহাগ (০১৭৬৪১০৯২৬৬), ডা. দাউদ সিদ্দীকী (০১৯১৭৭৪৫৮০৫), ইউএসটিসি হাসপাতালে ডা. লুসি খান (০১৭০১৭৩২৫৯০) ডা. ইমরান (০১৬৭১৫২০২৮৬), ডা. ইরফান খান নিবীর (০১৬৭৬৩১৯২২০), ডা. মীর কাশেম মজুমদার (০১৬৮৩৪১৬৪২৬), ডা. সৈয়দ মো. ফাহাদ (০১৮১৭৬৯০৩৪৬), বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ডা. সালমান রহমান (০১৭৭৭৫৭৪৭৯৮), ডা. মোহাম্মদুল হক জনি (০১৮২৩১৫২২০৭), ডা. জাহেদ (০১৭৭৭০১৫১০২), ডা. শাহেদ (০১৮৪৩৭৭৬৮৮৯), ডা. নাদিম (০১৮৪৩৬৫৬৭১৩), সাউদান মেডিকেল কলেজ হাসপাতালে ডা. মাসুদ পারভেজ (০১৬২৪৫১২৪২৪), ডা. তারেকুল ইসলাম (০১৮২৭৯৩৬০৬৮), ডা. এহসান (০১৬৭৫৭২৭২০১), ডা. মিজানুল আলম (৯০১৭১৬৩৪৯৭১২), ডা. সাকিব (০১৮২৪৮৩৩৮৬১), আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ডা. রাকিবুল হাসান (০১৬২৬৯০৯৭৬৪), ডা. রানা চৌধুরী (০১৭১৯১২৩১৮৫) নম্বরে যোগাযোগের আহবান জানিয়েছে নগর বিএনপি।

সংবাদ সম্মেলনে নগর বিএনপি নেতৃবৃন্দ বলেন, ডেঙ্গু মোকাবেলায় সরকার সম্পূর্ণ ব্যর্থ। ডেঙ্গু বর্তমানে মহামারি। অথচ সরকারের মন্ত্রী-এমপিরা এ নিয়ে হাসি-ঠাট্টা করছে। তারা রাস্তায় ঝাড়ু দিয়ে ডেঙ্গু প্রতিরোধের নামে জনগণের সাথে তামাশা করছে। বিএনপি জনগণের দল, জনগণের যে কোনো দুর্ভোগে এ দলের নেতাকর্মীরা পাশে থাকেন। ডেঙ্গু মোকাবেলায়ও জনগণকে সহায়তার জন্য বিএনপি পদক্ষেপ গ্রহণ করেছে এবং নেতাকর্মীরা সার্বক্ষণিক সহযোগিতা দিচ্ছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, অধ্যাপক নুরুল আলম রাজু, ইকবাল চৌধূরী, এস এম আবুল ফয়েজ, যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দিন, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, আর. ইউ. চৌধুরী শাহীন, ইয়াসিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, আহমেদুল আলম রাসেল, কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মঞ্জুর রহমান চৌধুরী, নগর মহিলা দল সভাপতি কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, সাধারণ সম্পাদক জেলী চৌধুরী, নগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী, নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সম্পাদক বেলায়েত হোসেন বুলু প্রমুখ।

এফএম/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!