বিল পরিশোধের পরও সংযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎ প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ সীতাকুণ্ড পৌর মেয়রের

সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডে বিদ্যুৎ অফিসের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নাফিজ ইমতিয়াজের আপত্তিকর আচরণ ও অহেতুক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেছেন পৌর মেয়র।

সোমবার (৩ জুলাই) সকাল ১১টায় সীতাকুণ্ড পৌরসভা হলরুমে অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বাড়বকুণ্ড উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নাফিজ ইমতিয়াজকে দ্রুত অপসারণ ও শাস্তির দাবি জানান পৌর মেয়র বীর মুত্তিযোদ্ধা বদিউল আলমসহ ১২ জন কাউন্সিলর।

পৌর মেয়র লিখিত বক্তব্যে জানান, এই পৌরসভা বিদ্যুৎ বিল খেলালি নয়। কিন্তু দুঃখের বিষয়, গত ২৬ জুন দুপুর আনুমানিক ২টার দিকে তিনি দাপ্তরিক কাজে বাইরে যান। এই সময় কর্মচারীরা জানায়, বকেয়া বিদ্যুৎ বিলের জন্য পৌরসভার সকল বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে লোক আসছে। তখন তাৎক্ষণিক অফিসের পিয়নকে দিয়ে পৌরসভার বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়েছে বলে জানানো হয়। এরপর সঙ্গে সঙ্গে ওই স্থানে প্যানেল মেয়র ও দু’জন কাউন্সিলরকেও পাঠানো হয়।

তিনি আরও জানান, প্যানেল মেয়র ও কাউন্সিলর তাদের বার বার অনুরোধ করা স্বত্বেও বাড়বকুণ্ড বিদ্যুৎ অফিসের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নাফিজ ইমতিয়াজ কোনো কথা না শুনে কর্মচারীদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে নির্দেশ দেন। এই সময় প্রকৌশলী মো. নাফিজ বলেন, ‘মেয়র-বীর মুক্তিযোদ্ধা এসব বলে কোনো লাভ নেই’।

লিখিত বক্তব্যে বদিউল আলম বলেন, ‘আমি মুঠোফোনে বার বার তাদের অনুরোধ করেছি, তারা যেন বিদ্যুৎ বিছিন্ন না করেন। কিন্তু তারা বিদ্যুতের খুঁটি থেকে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে চলে যাওয়ার চেষ্টা করেন। তখন সেখানে উপস্থিত প্যানেল মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে ফের সংযোগ দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেন। কিন্তু হঠাৎ সীতাকুণ্ড থানার খুরশিক নামের একজন এসআই পৌরসভায় উপস্থিত হন। পৌরসভার বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করা উচিত হয়নি বলে জানান ওই পুলিশ সদস্যও।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, পরে উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নাফিজ ইমতিয়াজ ভুল হয়েছে বলে স্বীকার করেন। এরপর বিষয়টি তখনই নিষ্পত্তি হয়ে যায়। কিন্তু এরপর মো. নাফিজ সীতাকুণ্ড মডেল থানায় পৌর কাউন্সিলর মো. ফজলে এলাহী পায়েলকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন বলে আমরা জানতে পারি।

পৌর মেয়র বদিউল আলম বলেন, ‘সরকারের চলমান উন্নয়নের সুনাম ক্ষুণ্ন করার জন্যই ওই প্রকৌশলী এই কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন বলে আমাদের ধারণা। না হয় বিদ্যুৎ বিল পরিশোধ করার পরও কেন এমন কার্যকলাপ তাদের। এই প্রকৌশলীর বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি কর্তৃপক্ষের কাছে।’

ওই প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয় পৌরবাসীদের নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেবেন হবে বলে সাংবাদিক সম্মেলনে জানান বদিউল আলম।

পৌর কাউন্সিলর সফিউল আলম মুরাদের সঞ্চালনায় এই সময় উপাস্থিত ছিলেন পৌরসভা প্যানেল মেয়র হারাধন চৌধুরী বাবু, পৌরসভা সচিব মো. নজরুল ইসলাম, সংরক্ষিত মহিলা কাউন্সিলরসহ ১২ জন কাউন্সিলর।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm