বিলাইছড়ির উপজেলা চেয়ারম্যান করোনায় আক্রান্ত, পরিবারে আরও তিনজন

রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা করোনায় আক্রান্ত হয়েছেন।

এর আগে ২৬ জুলাই উপজেলা চেয়ারম্যানের স্ত্রী, ছোট মেয়ে ও নাতি একসাথে তিনজনের শরীরে করোনা শনাক্ত করা হয়।

শুক্রবার (৩০ জুলাই) উপজেলায় র‍্যাপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে চেয়ারম্যানসহ মোট তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শুক্রবার ৬ জনের নমুনা টেস্ট করে ৩ জনের দেহে করোনা সনাক্ত করা হয়েছে। করোনা শনাক্তদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা ছাড়াও রয়েছেন উপজেলার অপর দুই বাসিন্দা।

বীরোত্তম তঞ্চঙ্গ্যা বলেন, দ্বিতীয়বারের টেস্টে আমার করোনা পজিটিভ এসেছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm