বিলাইছড়িতে বাল্যবিবাহ নিরোধ আইন বিষয়ে প্রশিক্ষণ

রাঙ্গামাটির বিলাইছড়িতে বাল্যবিবাহ নিরোধ আইন বিষয়ে কাজী, ইমাম, নির্বাচিত জনপ্রতিনিধি ও মহিলাদের তিন দিনের প্রশিক্ষণ মঙ্গলবার (২৩ জুলাই) উদ্বোধন করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) সহায়তায় ও বিলাইছড়ি উপজেলা পরিষদের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা।

মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমার সভাপতিত্বে প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) আশরাফ আহমেদ রাসেল, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম ও বিলাইছড়ি উপজেলার জাইকা প্রতিনিধি খোকন ত্রিপুরা। প্রশিক্ষণটি বাস্তবায়ন করছে বিলাইছড়ি উপজেলা মহিলাবিষয়ক কার্যালয়। এ প্রশিক্ষণ চলবে ২৫ জুলাই পর্যন্ত।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!