রাঙামাটির বিলাইছড়িতে রোববার (১৯ জনুয়ারি) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পর্যায়ে আন্তঃপ্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্টেডিয়ামে আয়োজিত প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে দীঘলছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা।
উপজেলা শিক্ষা কর্মকর্তা নিখিলেশ চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, বিলাইছড়ি ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রুপময় চাকমা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দীঘলছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন তঞ্চঙ্গ্যা।
বিভিন্ন ইভেন্টের মধ্যে ৫০ ও ১০০ মিটার দৌঁড়, ২৫ মিটার চকলেট দৌঁড়, দীর্ঘলাফ ও উচ্চলাফ, ভারসাম্য দৌড়, ক্রিকেট বল নিক্ষেপ, অংক দৌঁড়, ছড়া ও কবিতা আবৃত্তি, চিত্রাংকন, নৃত্য, সুন্দর হাতের লেখা, একক অভিনয়, পল্লীগীতি/লোকগীতি ও দেশাত্ববোধক গান ইত্যাদি অনুষ্ঠিত হয়।