বিয়ে বাড়ি থেকে ফেরার পথে গ্রেপ্তার আওয়ামী লীগ ও যুবলীগ নেতা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা থেকে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১ ফেব্রুয়ারি) মধ্যরাতে কর্ণফুলীর চরপাথরঘাটা আজিমপাড়া ও চরলক্ষ্যা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।

গ্রেপ্তার দু’জন হলেন—চরপাথরঘাটা ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. ফারুক (৫৩) এবং বঙ্গবন্ধু ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ও চরলক্ষ্যা ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. আলী আকবর হায়দার (৪৩)।

ফারুক চরপাথরঘাটা ইছানগর গ্রামের মৃত হাজী তোফাজ্জল আহমেদের ছেলে এবং আলী আকবর হায়দার চরলক্ষ্যার রমজু বলির বাড়ির মৃত হোসেনের ছেলে।

জানা গেছে, সম্প্রতি আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রচারণার অংশ হিসেবে পাঁচ দিনের লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করে। এরপরই আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়ে বিশেষ অভিযান পরিচালনা শুরু করে, যার অংশ হিসেবে এই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, গ্রেপ্তার হওয়া দুই আসামির বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সেখানে হস্তান্তর করা হয়েছে।

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm