চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে প্রচারণা চালাতে আসেন টেলিভিশন ও চলচ্চিত্রের একঝাঁক শিল্পী।
রোববার (২৪ জানুয়ারি) সকালে বিমানের একটি ফ্লাইটে চট্টগ্রামে পৌঁছেন তারা।
এদের মধ্যে ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, মাহিয়া মাহি, অরুণা বিশ্বাস, তারিন জাহান, তানভীন সুইটি, বিজরী বরকতুল্লাহ, চিত্রনায়ক রিয়াজ, মীর সাব্বির ও সায়মন সাদিক।
পরে বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে চিত্রনায়ক রিয়াজ সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামবাসীর জন্য দুই হাত উজাড় করে দিয়েছেন। যার প্রমাণ আমরা দেখেছি আসার পথে। চট্টগ্রামে যে রাস্তা দিয়ে এসেছি, তা বাংলাদেশের রাস্তা মনে হয়নি। মনে হয়েছে ইউরোপ-আমেরিকার রাস্তা।
রিয়াজ বলেন, চট্টগ্রামের নগরপিতার জন্য যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি একজন যোগ্য প্রার্থী। আমরা মনে করি রেজাউল করিম ভাইয়ের মাধ্যমে চট্টগ্রাম আরো সমৃদ্ধ হবে। চট্টগ্রামবাসীর কাছে তাই নৌকার পক্ষে ভোট চাই। নৌকা যেন চট্টগ্রামে বিজয়ী হয় এই কামনা করি।
এ সময় আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ ও যুবলীগের শতাধিক নেতাকর্মী।
REAZ MONE HOY URUOF AMERIKAI KOKHONU JAINI.
ETA BANIJJK RAJDHANI, EKHNE ARO ONEK KAJ KORTE HOBE.