জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্মরণে চট্টগ্রাম নগরীর বিপ্লব উদ্যানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে মহানগর জিয়া মঞ্চ।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেটের বিপ্লব উদ্যানে জিয়া মঞ্চ চট্টগ্রাম মহানগর কমিটির পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মো. খোরশেদুল আলম, সদস্য সচিব ইলিয়াস ফারুক, যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দীন চৌধুরী বকুল, এম নাছির উদ্দিন, এয়ার মোহাম্মদ আবু, নুর আলম কালু, রাসেল করিম, বন্দর থানা আহ্বায়ক মো. ফরহাদ হোসেন নাহিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুদুজ্জামান রানা, যুগ্ম সম্পাদক মো. দেলোয়ার, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ইমরান, আমির হোসেন, মো. রিপন, বাকলিয়া থানার যুগ্ম আহ্বায়ক শাহজামাল রনি, মোহাম্মদ বাদশা।
আরও উপস্থিত ছিলেন চকবাজার, বাকলিয়া, বন্দর ও পাঁচলাইশ থানার নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে জিয়া মঞ্চ চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক খোরশেদুল আলম বলেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লব ঘটেছিল, যা দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে দেয়। একইসঙ্গে দেশ ও জাতিকে নতুন পরিচয়ে অভিষিক্ত করে।