বিপ্লব উদ্যানে ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি, ৭ নভেম্বর সরকারি ছুটির দাবি

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শ্রদ্ধা জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় নগরীর বিপ্লব উদ্যানে শহীদ জিয়ার স্মৃতি বেদিতে শ্রদ্ধা নিবেদন করে ছাত্রদলের নেতাকর্মীরা।

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল।

মীর হেলাল বলেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবে দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে গিয়েছিল। দেশ ও জাতি পেয়েছিল নতুন দিশা। সেই অভ্যুত্থানে স্বতঃস্ফূর্ত সমর্থন দিয়ে সর্বস্তরের জনতা রাজপথে নেমে আসে। সিপাহী-জনতার সেই বিপ্লবে বন্দি অবস্থা থেকে মুক্ত হন জিয়াউর রহমান। বিএনপি সরকারের আমলে এ দিনটিতে ছিল সরকারি ছুটির দিন। তবে আওয়ামী লীগের দেড় যুগের শাসনামলে দিবসটি উদযাপন করতে পারেনি বিএনপি। তাই ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটি পুনর্বহাল করার দাবি জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মিঠু, শহীদুল ইসলাম সুমন, সাব্বির আহমেদ ও এমএ হাসান বাপ্পা।

এছাড়া আরও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সদস্য আল মামুন সাদ্দাম ও দেলোয়ার হোসেন শিশিরসহ বিভিন্ন থানা, কলেজ ও ওয়ার্ড ছাত্রদল নেতৃবৃন্দ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm