বিপ্লব-আমিন-নদভীসহ সব শীর্ষ নেতার বিরুদ্ধে নতুন মামলা, মোতালেবের নাম নেই এবারও

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া (৪২), কেন্দ্রীয় উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নিজাম উদ্দিন নদভীকে প্রধান আসামি করে চট্টগ্রামের লোহাগাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে দাঙ্গা সৃষ্টি করে অগ্নিসংযোগ ও ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে আহত করে ক্ষয়ক্ষতি সাধন ও হুমকি প্রদানের অভিযোগ আনা হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) দায়ের করা এই মামলার বাদি লোহাগাড়ার পুরাতন থানা গেইট এলাকার মফিজুর রহমানের ছেলে মোমেন হোসেন জয় (৩৩)।

মামলায় ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার ভাই ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ পরিচালক বিদ্যুৎ বড়ুয়া, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা ডা. আ ম ম মিনহাজুর রহমান, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, সাতকানিয়া পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ জোবায়ের, মহিলা আওয়ামী লীগের নেত্রী রিজিয়া রেজা চৌধুরীকেও আসামি করা হয়েছে। এই মামলায় অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।

তবে এই মামলায়ও সাতকানিয়া-লোহাগাড়ার সদ্য সাবেক সংসদ সদস্য ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মোতালেবকে আসামি করা হয়নি। এর আগেও দায়েরকৃত অপর একটি মামলায় মোতালেবের নাম ছিল না।

যে অভিযোগ আনা হয়েছে এজাহারে

৫ আগস্ট ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে’ হাসিনা সরকারের পতন হলে সর্বস্তরে ছাত্র-জনতার একটি শান্তিপূর্ণ আনন্দ মিছিল লোহাগাড়া আমিরাবাদ ব্যাংক এশিয়ার সামনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ওপর পৌছালে উপরে উল্লেখিত ১-১৫নং আসামিগণের প্ররোচনা, অর্থায়ন ও তাদের নির্দেশে ১৬-২০২ আসামিরা আনন্দ মিছিলের গতিরোধ করে বেধড়ক মারধর করা শুরু করে। অজ্ঞাতনামা আসামিরা ককটেল ও বিভিন্ন বিস্ফোরক দ্রব্য দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে এবং উপর্যুপরি গুলি চালিয়ে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টির করে এবং আসামিরা পূর্বপরিকল্পিতাবে দেশীয় ও বিদেশি অস্ত্রশস্ত্র, লোহার রড, তরবারি, বর্শা, বর্শার ফলক ও আগ্নেয়াস্ত্র (হ্যান্ডগান, রাইফেল, শর্টগান) নিয়া অতর্কিতভাবে হামলা করে মিছিল ছত্রভঙ্গ করে ছাত্রজনতাকে ধাওয়া করে। উপস্থিত ছাত্র জনতা ভয়ে দিগ্বিদিক ছোটাছুটি করে ছত্রভঙ্গ হয়ে পড়ে। এরপর ১৬-২০২ নম্বর আসামিসহ অজ্ঞাতনামা আসামিগণ ঘটনাস্থলে বিভিন্ন মুদির
দোকান, ফার্মেসি, চায়ের দোকান ভাংচুর করে এবং আশেপাশে থাকা কয়েকটি সিএনজি ও মোটর সাইকেল ভাংচুর করে আগুন ধরিয়ে দিয়ে প্রায় এক কোটি টাকার ক্ষতি করে। পরে আসামিরা অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল সহকারে পুরাতন থানার মোড় হয়ে লোহাগাড়া থানার সামনে গিয়ে আনন্দ মিছিলে অংশগ্রহণকারী সাধারন ছাত্রজনতার ওপর গুলি ছুঁড়তে থাকলে আনন্দ মিছিলে অংশগ্রহণকারী বেশ কয়েকজন ছাত্রজনতা আহত হয়। একপর্যায়ে থানা এলাকায় পেট্রোল বোমা নিক্ষেপ ও পুরো এলাকায় ককটেল ও প্রকাশ্য জনসম্মুখে গুলি ছোঁড়ে। ১৬-২০২ নম্বর আসামিসহ অজ্ঞাতনামা আসামিরা একযোগে পরস্পর যোগসাজসে বিকাল পাঁচটা থেকে রাত ১২টা পর্যন্ত সময়ে জনতার ওপর গুলি ছুঁড়ে আহত করে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে জনমতে ভীতি সৃষ্টি করার অপরাধ করে।’

নামের আসামি ২০২ জন

১. ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া (৪২), দফতর সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, পিতা-সুনীল বডুয়া, সাং-৩নং ওয়ার্ড খুসাদের পাড়া, বড়হাতিয়া, লোহাগাড়া।
২. আমিনুল ইসলাম আমিন (৪৪), প্রচার সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, পিতা-অজ্ঞাত, সাং- ছোট বারদোনা, সাতকানিয়া।
৩. আবু রেজা মোহাম্মদ নিজাম উদ্দিন নদভী, সাবেক সাংসদ, সাং-মক্কার বাড়ি, সাতকানিয়া।
৪. ইনজামামুল হক চৌধুরী যুবরাজ (৪০), পিতা- শমসুল হক চৌ, ফেরদৌস আরা বেগম নিলু, সাং- দরবেশ হাট, লোহাগাড়া।
৫. মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওন (৪১), পিতা-মৃত আনোয়রুল আলম চৌধুরী, সাং-মল্লিক ছোবহান, আমিরাবাদ, লোহাগাড়া
৬. এরফানুল হক চৌধুরী (৪০), পিতা- আব্দুল আলীম চৌধুরী, সাং- দক্ষিন গারাঙ্গিয়া, লোহাগাড়া।
৭. বিদ্যুৎ বড়ুয়া (৪১), পিতা- সুনীল বড়ুয়া, সাং-৩নং ওয়ার্ড খুসাদের পাড়া, বড়হাতিয়া, লোহাগাড়া।
৮. ডা. মিনহাজ (৪৮), পিতা- অজ্ঞাত, সাং- সাতকানিয়া, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা।
৯. কুতুব উদ্দিন চৌধুরী (৪২), পিতা- অজ্ঞাত, সেক্রেটারী উপজেলা আওয়ামীলীগ, সাং- মির্জাখীল, সাতকানিয়া।
১০. মোহাম্মদ জোবায়ের (৪৫), পিতা- অজ্ঞাত, সাং- সাবেক মেয়র সাতকানিয়া পৌরসভা, সাতকানিয়া।
১১. রিজিয়া রেজা চৌধুরী (৪১), স্বামী- আবু রেজা নদভী, সাং- মক্কার বাড়ি, সাতকানিয়া।
১২. রাশেদা বেগম (৩৯), স্বামী- মোঃ ফরিদ সাং- উকিলের পাড়া, লোহাগাড়া মহিলা আওয়ামী লীগ নেত্রী।
১৩. নুরুল হক নুনু, পিতা-মোজাহের আহম্মদ, সাং-রশিদার পাড়া, থানা-লোহাগাড়া, জেলা-চট্টগ্রাম।
১৪. সুরাইয়া হক লিলি (৩৫), স্বামী- রিদুয়ানুল হক সুজন, সাং- আমিরাবাদ দর্জি পাড়া, লোহাগাড়া।
১৫. কহিনুর আক্তার (৩৪), স্বামী- ওসমান গণি মেম্বার, সাং- ৯নং ওয়ার্ড বড়হাতিয়া, লোহাগাড়া।
১৬. সাহাব উদ্দিন চৌধুরী (৪০), পিতা- হাকিম বন্ধু, সাং- সওদাগর পাড়া, দরবেশহাট, লোহাগাড়া।
১৭. ছরওয়ার উদ্দিন ব্রিক সরোয়ার (৪৫), পিতা- মৃত, ছালেহ আহমদ, সাং- সওদাগর পাড়া, দরবেশহাট, লোহাগাড়া।
১৮. কাশেম মিয়া প্রঃ মিয়া কাশেম (৪৫), পিতা- অজ্ঞাত, সাং-যুগ্ম আহ্বায়ক লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ।
১৯. এস. এম জব্বার (৪৩), পিতা- আমির হামজা, সাং- পূর্ব কলাউজান ৮নং ওয়ার্ড, লোহাগাড়া।
২০. মুজিবুর রহমান দুলু প্রঃ দুইল্লা (৪৮), পিতা-মগবুল আহমদ, সাং- এল্লিয়া বর বাড়ি, আদার চর ৯নং ওয়ার্ড, লোহাগাড়া।
২১. হুমায়ুন কবির চৌধুরী (৪৬), পিতা- আব্দুল মোতালেব চৌধুরী, সাং- খলিফা পাড়া, পৌরসভা, সাতকানিয়া।
২২. সেলিম উদ্দিন চৌধুরী (৪৩), সাবেক চেয়ারম্যান, পিতা- অজ্ঞাত, সাং- চেয়ারম্যান মাদার্শা ইউপি, সাতকানিয়া।
২৩. আবু ছালেহ (৪৪), পিতা- অজ্ঞাত, সাং- সাবেক চেয়ারমান এওচিয়া ইউপি, সাতকানিয়া।
২৪. মুহাম্মদ জসিম উদ্দিন (৪২), চেয়ারম্যান, ১৭নং ইউপি, সাতকানিয়া।
২৫. আনোয়ার কামাল (৪২), সাবেক জেলা পরিষদ সদস্য, পিতা- অজ্ঞাত, সাং- মুন্সেফ বাজার, চুনতি, লোহাগাড়া।
২৬. মোঃ খোরশেদ আলম (৪৪), পিতা- এরশাদ হোসেন, সাং- হাতিয়ার পুল, সোনাকানিয়া, সাতকানিয়া।
২৭. আকতার কামাল পারভেজ (৪৪), পিতা-, সাং- পদুয়া আলী সিকদার পাড়া, লোহাগাড়া।
২৮. আকতার আহমদ চৌধুরী (৪৩), পিতা- মৃত, সোলতান আহমদ, সাং- আধুনগর, লোহাগাড়া।
২৯. শাহ আলম পল্টু (৪১), পিতা- মৃত. আবু বকর চৌধুরী, সাং- চুনতী হাজী পাড়া, লোহাগাড়া।
৩০. মিনহাজ (২৫), সন্ত্রাসী ও দক্ষিণ জেলা যুবলীগ নেতা, পিতা- আবু তাহের, সাং-ঘোনাপাড়া ৪নং ওয়ার্ড, আমিরাবাদ, লোহাগাড়া।
৩১. ওমর ফারুক ভুট্টো (৪১), পিতা- জিয়াবুল হোসেন, সাং- দক্ষিণ গারাঙ্গিয়া ৯নং ওয়ার্ড, সাতকানিয়া।
৩২. খোরশেদ প্রঃ ডেম্পার খোরশেদ (৪৫), পিতা- ছগির আহমদ, সাং- পদুয়া ছমদ আলী মুন্সি পাড়া, লেঅহাগাড়া।
৩৩. হেলাল উদ্দিন, (৩২) পিতা- আবুল বশর, সাং-পদুয়া তেওয়ারীখীল, লোহাগাড়া।
৩৪. সন্তোষ মল্লিক (৩৩), পিতা- রাখাল মল্লিক, সাং- সথী পাড়া, সাতকানিয়া।
৩৫. ফয়সাল আহমদ (৩৬), পিতা- মৃত, মোজাহের আহমদ, সাং- সথী পাড়া, সাতকানিয়া।
৩৬. আনিস আহমদ (৩৫), পিতা- কাশেম ড্রাইবার, সাং- সথি পাড়া, সাতকানিয়া
৩৭. হারেস আহমদ (৩৭), পিতা- কাশেম ড্রাইবার, সাং- সথি পাড়া, সাতকানিয়া।
৩৮. জাবেদ ইকবাল (৩৬), পিতা- দেলোয়ার হোসেন, সাং- সথি পাড়া, সাতকানিয়া
৩৯. শোয়াইবুল হক সিকদার (৩৮), পিতা- মৃত, সিরাজুল হক, সাং- বাচুর বাপের বাড়ি, জংগল পদুয়া, লোহাগাড়া।
৪০. হুবাইর সিকদার (৩২), পিতা- আবুল হোসেন, সাং- মুন্সির মুড়া, জংগল পদুয়া, পদুয়া লোহাগাড়া।
৪১. জিয়া উদ্দিন বাবুল (৩৯), পিতা- মৃত. কালু, সাং- উত্তর পদুয়া, পদুয়া লোহাগাড়া।
৪২. শিহাব উদ্দিন (২৩), পিতা- নুরুল হক কন্ডাক্টর, সাং- লেদনী বর বাড়ি, উত্তর পদুয়া, পদুয়া লোহাগাড়া।
৪৩. মোহাম্মদ পারভেছ (২৮), পিতা- নুরুল আলম, সাং- পশ্চিম চুনতি হাদুর পাড়া, লোহাগাড়া।
৪৪. রিটন বড়ুয়া (৩৮), পিতা- অজ্ঞাত, বড়হাতিয়া ইউপি আওয়ামী লীগের সেক্রেটারী, সাং- ৩নং ওয়ার্ড খোরশাখের পাড়া, বড়হাতিয়া, লোহাগাড়া।
৪৫. মোহাম্মদ মোজামোল হক (৪০), পিতা- সাহাব মিয়া, সাং- ৯নং ওয়ার্ড আওয়ামীগ সেক্রেটারী, সাং- চাকফিরানী বড়হাতিয়া, লোহাগাড়া।
৪৬. ওসমান গণি (৩৩), পিতা- মৃত, শোয়াইব আলী, সাং- দেওয়ান পাড়া ৯নং ওয়ার্ড বড়হাতিয়া, লোহাগাড়া।
৪৭. রিটন চৌধুরী (৩৯), পিতা- নুরুল কবির চৌধুরী, সাং- ইছহাক চৌকিদারপাড়া ৩নং ওয়ার্ড বড়হাতিয়া, লোহাগাড়া।
৪৮. আবু বক্কর সিদ্দিক (৩৮), পিতা- মোহাম্মদ গণি, সাং- মুন্সি পাড়া, ১নং ওয়ার্ড বড়হাতিয়া, লোহাগাড়া।
৪৯. মোহাম্মদ সোহেল (৩২), পিতা- আব্দুল কুদ্দুস, সাং- হাদুর পাড়া, ৪নং ওয়ার্ড বড়হাতিয়া, লোহাগাড়া।
৫০. আবুল কালাম আজাদ (৩৭), পিতা- অজ্ঞাত, সাং- মাল পুকুরিয়া ৩নং ওয়ার্ড বড়হাতিয়া, লোহাগাড়া, প্রচার সম্পাদক
লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ।
৫১. দেলোয়ার হোসেন প্রঃ ডিস দেলু (৪২), পিতা- মৃত. এয়াকুব আলী, সাং- দুলুবের পাড়া ৯নং ওয়ার্ড চাকফিরানি বড়হাতিয়া, লোহাগাড়া।
৫২. ফয়সাল মোহাম্মদ ওরহান (৪১), পিতা- অজ্ঞাত, ইছহাক চৌকিদার পাড়া ৩নং ওয়ার্ড বড়হাতিয়া, লোহাগাড়া।
৫৩. আনিসুর রহমান বাহার (৩৫), পিতা- অজ্ঞাত, সাং- আফতাব উদ্দিন মিয়াজি পাড়া তিন পুলের মাথা, ৬নং ওয়ার্ড বড়হাতিয়া, লোহাগাড়া।
৫৪. আসিফুর রহমান চৌধুরী (২৮), উপজেলা ছাত্রলীগ সভাপতি, পিতা-অজ্ঞাত, সাং- পদুয়া নয়াপাড়া, লোহাগাড়া।
৫৫. মেহেদী হাসান (৩০), পিতা- অজ্ঞাত, সাং- ফাত্তার বাড়ি চাকফিরানি ৯নং ওয়ার্ড বড়হাতিয়া, লোহাগাড়া।
৫৬. আব্দুল আওয়াল (৩১), পিতা- অজ্ঞাত, সাং- আমির বাপের পাড়া ৮নং ওয়ার্ড, চাকফিরানি, বড়হাতিয়া, লোহাগাড়া।
৫৭. নাছির উদ্দিন প্রঃ ক্যাপ নাছির (৩৩), পিতা- নুরুল ইসলাম, সাং মিয়াজি পাড়া ২নং ওয়ার্ড বড়হাতিয়া, লোহাগাড়া।
৫৮. মোহাম্মদ ইছহাক (৩৯), পিতা- মৃত, জাকির আহমদ, সাং- মিয়াজি পাড়া ২নং ওয়ার্ড, বড়হাতিয়া, লোহাগাড়া।
৫৯. আকতার কামাল (৫০), পিতা- মৌলবী সোলতান আহমদ, সাং-বড়হাতিয়া হরিদা ঘোনা ২নং ওয়ার্ড, লোহাগাড়া।
৬০. আহসানুল্লাহ দেওয়ান (৪০), পিতা-মৃত. সিরাজুল ইসলাম, সাং-দেওয়ান পাড়া চাকফিরানি, ৯নং ওয়ার্ড, বড়হাতিয়া, লোহাগাড়া।
৬১. মোহাম্মদ নাছির উদ্দিন (৪১), পিতা- মৃত, লাল মিয়া, সাং- ছাদার কুল ৮নং ওয়ার্ড বড়হাতিয়া, লোহাগাড়া।
৬২. মিছবাহ উদ্দিন সুমন সিকদার (৪০), পিতা- সফিকুর রহমান, সাং- ৬নং ওয়ার্ড বড়হাতিয়া, লোহাগাড়া।
৬৩. আহমদ হোসেন (৪৫), পিতা- মৃত, আসাহাব মিয়া, সাং- চাকফিরানি ঘোড়ার মোড় বড়হাতিয়া, লোহাগাড়া।
৬৪. সাইফুল ইসলাম (৩৪), পিতা- মৃত, খাইর আহমদ, সাং- আমিরাবাদ ঘোনাপাড়া, লোহাগাড়া।
৬৫. মোহাম্মদ হেলাল (৩০), পিতা- জাফর আহমদ, সাং- বড়হাতিয়া তৈয়বের পাড়া, সাং- ছিড়া মুড়া, ২নং ওয়ার্ড
বড়হাতিয়া, লোহাগাড়া।
৬৬. শ্রী নিবাস দাশ সাগর (৪৬), সাবেক ভাইস চেয়ারম্যান লোহাগাড়া উপজেলা।
৬৭. নবাব মিয়া প্রঃ সিএনজি নবাব (৩৩), পিতা- অজ্ঞাত, সাং- ৮নং ওয়ার্ড ছড়ারকুল বড়হাতিয়া, লোহাগাড়া।
৬৮. ফখরোদ্দিন (৩৪), পিতা- মৌলবী ছানাউল্লাহ, সাং- চৌধুরী পাড়া ১নং ওয়ার্ড বড়হাতিয়া, লোহাগাড়া।
৬৯. মোহাম্মদ মাসুম (৩৫) পিতা- অজ্ঞাত, সাং- মাল পুকুরিয়া, ইদ্রিস ফকিরের পাড়া, ৩নং ওয়ার্ড বড়হাতিয়া, লোহাগাড়া।
৭০. ফরিদুল আলম (৩৬), পিতা- অলী আহমদ, সাং- চাকফিরানি দুইল্লভের পাড়া ৯নং ওয়ার্ড বড়হাতিয়া, লোহাগাড়া।
৭১. মোহাম্মদ সোহেল প্রঃ দালাল সোহেল (৩১), পিতা- মৃত, জামাল উদ্দিস, সাং চাকফিরানি দেওয়ান পাড়া ৯নং ওয়ার্ড
বড়হাতিয়া, লোহাগাড়া।
৭২. মারুফ হোসেন রাকিব (৩৬), পিতা- আব্দুল আজিজ, সাং- চাকফিরানি দুল্লাতের পাড়া ৯নং ওয়ার্ড, বড়হাতিয়া, লোহাগাড়া।
৭৩. মারুফ আল হাসান (২২), পিতা- ফিরোজ কামাল, সাং- উত্তর পদুয়া, লোহাগাড়া।
৭৪. সাহাব উদ্দিন (২৩), পিতা- অজ্ঞাত, সাং- ইছহাক চৌকিদার পাড়া, ৩নং ওয়ার্ড বড়হাতিয়া, লোহাগাড়া।
৭৫. আবছার আহমদ মানিক (৩৬), পিতা- অজ্ঞাত, সাং- পঁচার পাড়া ৩নং ওয়ার্ড বড়হাতিয়া, লোহাগাড়া।
৭৬. আনিসুর রহমান (৪৬), পিতা- আব্দুল গণি সওদাগর, সাং- সিকদার পাড়া ৭নং ওয়ার্ড বড়হাতিয়া, লোহাগাড়া।
৭৭. মোহাম্মদ নাছির (৩৫), পিতা- মৃত, খায়রুল ইসলাম, সাং- বড়হাতিয়া মিয়াজি পাড়া ২নং ওয়ার্ড, লোহাগাড়া।
৭৮. কায়েদে আজম বাচ্চু (২৮), পিতা- হাবিবুর রহমান মেম্বার, সাং- কুমিরা ঘোনা ৭নং ওয়ার্ড বড়হাতিয়া, লোহাগাড়া।
৭৯. খোকন চন্দ্র নাথ (৪০), পিতা- অজ্ঞাত, সাং- বড়হাতিয়া ৩নং ওয়ার্ড, লোহাগাড়া।
৮০. মিজানুর রহমান (৩৮), সভাপতি, বড়হাতিয়া তাতী লীগ, পিতা- মোজাম্মেল হক, সাং-মোহসেন চৌধুরী পাড়া ১নং ওয়ার্ড
বড়হাতিয়া, লোহাগাড়া।
৮১. নুরুল আবছার (৩৮) পিতা- অজ্ঞাত, সাং- বড়হাতিয়া হাদুর পাড়া ৪নং ওয়ার্ড, লোহাগাড়া।
৮২. মহিউদ্দিন প্রঃ মহি চৌধুরী (৪১), পিতা- মোহাম্মদ শাহা, সাং- খন্দকার পাড়া বড়হাতিয়া, লোহাগাড়া।
৮৩. মোহাম্মদ সোহেল (২৮), পিতা- দিল মোহাম্মদ, সাং- নতুন পাড়া, ৭নং ওয়ার্ড বড়হাতিয়া, লোহাগাড়া।
৮৪. আব্দুল হক (৪০), পিতা- মৃত, শামসুল আলম, সাং- চাকফিরানি দুল্লাবের পাড়া ৯নং ওয়ার্ড বড়হাতিয়া, লোহাগাড়া।
৮৫. নূরুল আমিন (৩২), পিতা- মৃত, নজির আহমদ, সাং- চাকফিরানি ঘোনার মোড় ৯নং ওয়ার্ড, লোহাগাড়া।
৮৬. জয়নাল আবেদীন (৪০), পিতা- গুরা মিয়া, সাং- দরবার শরীফ পাড়া ৭নং ওয়ার্ড বড়হাতিয়া, লোহাগাড়া।
৮৭. সুনীল সরকার (৪১), পিতা- গোপাল সরকার, সাং- উত্তর বড়হাতিয়া হিন্দু পাড়া ১নং ওয়ার্ড বড়হাতিয়া, লোহাগাড়া।
৮৮. মাহফুজুর রহমান বাবু (৪২), পিতা-আব্দুল আজিজ, সাং- চাকপিলানি দুল্লভের পাড়া ৯নং ওয়ার্ড বড়হাতিয়া, লোহাগাড়া।
৮৯. মোহাম্মদ বাদশা (২৯), পিতা- আকতার কামাল, সাং- বড়হাতিয়া হরিদা ঘোনা ২নং ওয়ার্ড, লোহাগাড়া।
৯০. মোহাম্মদ আয়ুব (৩০), পিতা- আবুল হোসেন, সাং- আদর্শপাড়া ৭নং ওয়ার্ড বড়হাতিয়া, লোহাগাড়া।
৯১. মোহাম্মদ দেলোয়ার হোসেন (৪০), পিতা- ফয়জুর রহমান, সাং- সিকদার পাড়া ৭নং ওয়ার্ড বড়হাতিয়া, লোহাগাড়া।
৯২. আবুল হোসেন (২৭), পিতা- আলী আহমদ, সাং- ভবানিপুর ৩নং ওয়ার্ড বড়হাতিয়া, লোহাগাড়া।
৯৩. মোহামম্মদ খোরশেদ (২৬), পিতা- আব্দুর রশিদ, সাং- মিয়াজি পাড়া ২নং ওয়ার্ড বড়হাতিয়া, লোহাগাড়া।
৯৪. রাশেদুল ইসলাম চৌধুরী (২৮), পিতা- এ. হাকিম চৌধুরী, সাং- আলী সিকদার পাড়া পদুয়া ৪নং ওয়ার্ড, লোহাগাড়া।
৯৫. ওসামন গণি (৩২), পিতা- মৃত. শের আলী, সাং- বড়হাতিয়া হাটখোলা মুড়া, লোহাগাড়া।
৯৬. আরিফুর রহমান (৩১), পিতা- অজ্ঞাত, সাং- ফরিয়াদের কুল, পদুয়া ৭নং ওয়াড, সভাপতি বার আউলিয়া কলেজ
ছাত্রলীগ, লোহাগাড়া।
৯৭. শাহাজাহান প্রঃ গদ্দনা শাহাজাহান (৩০), পিতা- নজির আহমদ, সাং- ডেলিয়া পাড়া পদুয়া ৬নং ওয়ার্ড, পদুয়া
স্বেচ্ছাসেবকলীগ নেতা, লোহাগাড়া।
৯৮. নুরুল ইসলাম প্রঃ বাবা ইসলাম (৩২), পিতা- মৃত, আহমদ মিয়া সওদাগর, সাং- পদুয়া আলী সিকদার পাড়া, লোহাগাড়া।
৯৯. হারুনুর রশিদ চেয়ারম্যান (৪২), পিতা- মৃত, ছালেহ আহমদ, সাং- হদলী পাড়া পদুয়া ৪নং ওয়ার্ড, সহ-সভাপতি
উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, লোহাগাড়া।
১০০. সালাউদ্দিন (২৯), পিতা- আবুল কালাম, সাং- পদুয়া আলী সিকদার পাড়া, লোহাগাড়া।
১০১. খোরশেদ আলম (৩৯), পিতা- সাহেব মিয়া, সাং- পদুয়া আলী সিকদার পাড়া পদুয়া ইউপি যুবলীগ নেতা, লোহাগাড়া।
১০২. ফারুক (২৬), পিতা- অজ্ঞাত, সাংগঠনিক সম্পাদক লোহাগাড়া উপজেলা যুবলীগ, সাং- সুখছড়ি আমিরাবাদ, লোহাগাড়া।
১০৩. মোহাম্মদ মিয়া ফারুক (৪৬), পিতা- অজ্ঞাত, সাং- পদুয়া ছগিরা পাড়া, সাংগঠনিক সম্পাদক লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ, লোহাগাড়া।
১০৪. মোহামম্মদ জাহেদুল আলম প্রঃ ইয়াবা জাহেদ (৩২), পিতা- ছগির আহমদ, সাং- পদুয়া ছমদ আলী মুন্সি পাড়া, লোহাগাড়া।
১০৫. এরশাদ (৩৮), পিতা- মৃত, নুরুল হুদা, সাং- নয়াবাজার আলী আহমদ মৌলবী পাড়া, গৌরস্থান, পুটিবিলা, লোহাগাড়া।
১০৬. নাজিম উদ্দিন (৪২), পিতা- বাদশা মিয়া, চেয়ারম্যান আধুনগর ইউপি, লোহাগাড়া।
১০৭. আরমান বাবু (৫০), পিতা- আব্দুল মালেক, সাং- ৪নং ওয়ার্ড লোহাগাড়া ইউপি, লোহাগাড়া।
১০৮. আনোয়ার কামাল (৫০), পিতা- আক্তার কামাল, সাং- সিকদার পাড়া চুনতি, লোহাগাড়া।
১০৯. জয়নাল আবেদীন জনু (৫২), পিতা- আব্দুস ছালাম, সাবেক চেয়ারম্যান চুনতি ইউপি, লোহাগাড়া।
১১০. মহি উদ্দিন (৩৫), পিতা- মৃত, ফজুল কবির, সাং- পূর্ব লোহাগাড়া হাজির পাড়া ৮নং ওয়ার্ড, লোহাগাড়া।
১১১. কুতুব উদ্দিন (৫২), পিতা- অজ্ঞাত, সাং- সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ সাতকানিয়া।
১১২. বাদশা খালেদ (৪০) পিতা- মৃত, মান্নান সওদাগর, সাং- পুরাতন বিওসি, লোহাগাড়া।
১১৩. ফিরোজ কামাল, পিতা- অজ্ঞাত, সাং উত্তর পদুয়া, লোহাগাড়া।
১১৪. নুরুল হক কন্ডাক্টর (৪৬), পিতা- অজ্ঞাত, সাং- লেদনী বর বাড়ি, উত্তর পদুয়া, লোহাগাড়া।
১১৫. মোঃ সেলিম প্রঃ জুতা সেলিম (৩৪), পিতা- মনির আহমদ ড্রাইবার, সাং- পদুয়া লালির বর পাড়া, লোহাগাড়া।
১১৬. বোরহান সোবহান (৩২), পিতা- পিতা- অজ্ঞাত, সাং- রশিদেও পাড়া ৩নং ওয়ার্ড, লেহাগাড়া।
১১৭. মোঃ জয়নাল প্রঃ পাথর জয়নাল (৫০), পিতা- অজ্ঞাত, সাং- পদুয়া আধারমানিক, লোহাগাড়া।
১১৮. মোঃ রায়হান (৩০), পিতা- মুক্তার আহমদ, সাং- পদুয়া দক্ষিণ খন্দকারপাড়া ২নং ওয়ার্ড, লোহাগাড়া।
১১৯. মোঃ শব্বির (৪৫), পিতা- জাফর হাজী, সাং- পদুয়া হদ্দলী পাড়া ৪নং ওয়ার্ড, লোহাগাড়া।
১২০. মহিন উদ্দিন (৩০), অজ্ঞাত, সাং- পদুয়া হদ্দলী পাড়া ৪নং ওয়ার্ড, লোহাগাড়া।
১২১. শাহাজাহান (৪৫), পিতা- আহমদ কবির, সাং- পদুয়া ধলিবিলা, লোহাগাড়া।
১২২. মোঃ আনোয়ার হোসেন (৪৫), পিতা- মৃত মাষ্টার সাছি মিয়া, সাং-পদুয়া নওঘাটা মাঝের দোকান ৮নং ওয়ার্ড, লোহাগাড়া।
১২৩. মোঃ সিরাজুল ইসলাম (৫০), পিতা- মফিজুর রহমান, সাং- পদুয়া নাওঘাটা মাঝের দোকান, ৮নং ওয়ার্ড, লোহাগাড়া।
১২৪. মোঃ ফেরদৌস (৪০), পিতা- মৃত, আব্দুররহমান, সাং- পদুয়া নয়া পাড়া পেশকার বাড়ি ২নং ওয়ার্ড, লোহাগাড়া।
১২৫. সিরাজুল ইসলাম প্রঃ ডেকোরেশন সিরাজ (৫০), পিতা- মৃত. ইদ্রিস ডা, সাং-পদুয়া, চৌকিদার পাড়া ৪নং ওয়ার্ড, লোহাগাড়া।
১২৬. সালাউদ্দিন (২৫), পিতা- আবুল কালাম, সাং- পদুয়া আলী সিকদার পাড়া, লোহাগাড়া।
১২৭. মোঃ রুবেল (৩৬), পিতা- মৃত, মোস্তাফিজুর রহমান, সাং- পদুয়া মৌলবী পাড়া, লোহাগাড়া।
১২৮. ফজলুল হক টিপু (৪৫), পিতা- মৃত, ডা. ঘাফেজ আহম্মদ, সাং- পদুয়া এওয়াজ উদ্দিন বাড়ি, লোহাগাড়া।
১২৯. জাহেদুল ইসলাম (৩২), পিতা- মৃত, ছালেহ আহমদ, সাং- পদুয়া এওয়াজ উদ্দিন বাড়ি ৪নং ওয়ার্ড, লোহাগাড়া।
১৩০. নজরুল ইসলাম বাবুল (৪০), পিতা- মৃত, মোস্তাফিজুর রহমান, সাং- পদুয়া মৌলবী পাড়া, লোহাগাড়া।
১৩১. মোঃ তৌহিদ (২৮), পিতা- আঃ গণি, সাং- পদুয়া নয়াপাড়া, লোহাগাড়া।
১৩২. মোজাম্মেল (৩০), পিতা- মৃত. আব্দুল আলম, সাং- পদুয়া নয়া পাড়া, লোহাগাড়া।
১৩৩. রমিজ উদ্দিন মুন্না (২৮), পিতা- মোঃ মাসুক, সাং- পদুয়া নয়া পাড়া, লোহাগাড়া।
১৩৪. জহির উদ্দিন (২৮), পিতা- আবু তাহের, সাং- পদুয়া আলী সিকদার পাড়া, লোহাগাড়া।
১৩৫. আরাফাত (৩০), পিতা- আবুল কালাম, সাং- পদুয়া দরগা মুড়া, লোহাগাড়া।
১৩৬. শহিদুল ইসলাম (৩২), পিতা- আবুল কালাম, সাং- পদুয়া নয়াপাড়া, লোহাগাড়া।
১৩৭. মোঃ জহির (২৮), পিতা- এয়াকুব সওদাগর, সাং- পদুয়া দরগামুড়া, লোহাগাড়া।
১৩৮. মোঃ তারেক (২৮), পিতা- মৃত. মোঃ ফরিদ, সাং- পদুয়া দরগামুড়া, লোহাগাড়া।
১৩৯. ফরিদুল আলম চৌধুরী, পিতা- মৃত, আসরত আলী, সাং- পদুয়া সেরেস্তাদারপাড়া, লোহাগাড়া।
১৪০. নুরুল আলম কোম্পানী (৫২), পিতা- আহমদ মিয়া, সাং- পদুয়া আলী সিকদার পাড়া, লোহাগাড়া।
১৪১. নূরুল ইসলাম (৩৫), পিতা- আহামম্মদ মিয়া, সাং- পদুয়া আলী সিকদার পাড়া, লোহাগাড়া।
১৪২. শহিদ মেম্বার (৪০), পিতা- মৃত, নুরুল ইসলাম মেম্বার, সাং- পদুয়া ফরিয়াদেরকুল, লোহাগাড়া।
১৪৩. জাহাঙ্গির আলম (৪৫), পিতা- মৃত. নুরুল ইসলাম মেম্বার, সাং- পদুয়া ফরিয়াদের কুল, লোহাগাড়া।
১৪৪. আদিল চৌধুরী (৩৬), পিতা- মৃত, মৌলানা শাহাজাহান, সাং- পদুয়া তেওয়ারীখীল, লোহাগাড়া।
১৪৫. সৈয়দ আব্দুল বাকী (৪০), পিতা- আব্দুল গণি, সাং- দক্ষিণ সুখছড়ি দরবার শরীফ, লোহাগাড়া।
১৪৬. হেফাজত উল্লাহ সিকদার (৪৮), পিতা- এনায়েত সিকদার, সাং- দক্ষিণ সুখছড়ি সিকদারবাড়ি, লোহগাড়া।
১৪৭. তারেকুল ইসলাম ইমন (২৫), পিতা- কামাল সওদাগর, সাং-গুল মোহাম্মদ পাড়া ৯নং ওয়ার্ড লোহাগাড়া।
১৪৮. সাহাবুদ্দিন (৪২), পিতা- কালা মান্নান, সাং- গুল মোহাম্মদ পাড়া ৯নং ওয়ার্ড লোহাগাড়া।
১৪৯. এরশাদুর রহমান রিয়াদ (২৬), পিতা- জয়নাল আবেদিন চেয়ারম্যান, সাং-চুনতি, লোহাগাড়া, উপজেলা ছাত্রলীগ সেক্রেটারী।
১৫০. মফিজুর রহমান (৩৬), পিতা- জাফর আহমদ, সাং- উত্তর কলাউজান নিজাম উদ্দিন মুন্সি বাড়ি, লোহাগাড়া।
১৫১. ইয়াছিন আরাফাত (৩২), পিতা- আহমদ চৌধুরী, সাং- পানত্রিশা ৯নং ওয়ার্ড, লোহাগাড়া।
১৫২. আব্দুল হাফেজ (২৯), পিতা- মৃত. মোজাফফর, সাং- পানত্রিশা ৯নং ওয়ার্ড, লোহাগাড়া।
১৫৩. হেলাল উদ্দিন (৪৫), পিতা- মত. আবুল বশর, সাং- পদুয়া তেওয়ারীখীল ৫নং ওয়ার্ড, লোহাগাড়া।
১৫৪. আমীর হোসেন মিয়া (৩৭), পিতা- অজ্ঞাত, সাং- জংগল পদুয়া, লোহাগাড়া।
১৫৫. জসিম উদ্দিন (৩০), পিতা- নুর আহমদ, ৯নং ওয়ার্ড পানত্রিশা, লোহাগাড়া।
১৫৬. মোঃ শফিকুল ইসলাম শফি (৩১), পিতা- মৃত. আমজু মিয়া, সাং- মদুলার চর, চুনতি, লোহাগাড়া।
১৫৭. এম. রফিক মিয়া (৩২), পিতা- মৃত, মোহামম্মদ মিয়া, সাং-ফারাঙ্গা, চুনতি, লোহাগাড়া।
১৫৮. জহির আহমদ জকি (২৮), পিতা- মৃত, কবির আহমদ, সাং- ফারাঙ্গা, চুনতি, লোহাগাড়া।
১৫৯. ছৈয়দ আহমদ (৩২), পিতা- আবুল কাশেম, সাং- ফারাঙ্গা, চুনতি, লোহাগাড়া। ।
১৬০. মোঃ বাবুল সওদাগর (৩০), পিতা- জয়নাল হাজারি, সাং- ফারাঙ্গা, চুনতি, লোহাগাড়া।
১৬১. মোস্তফা শাহারিয়া (২৪), পিতা- ফয়েজ আহমদ, সাং- পানত্রিশা ভ্রমণ পাড়া, লোহাগাড়া।
১৬২. জাহাঙ্গির মিয়া চৌঃ (২৬), পিতা- মোস্তাফিজুর রহমান, সাং- ফারাঙ্গা, চুনতি, লোহাগাড়া।
১৬৩. এরশাদ (২৭), পিতা- জাফর আহমদ, সাং- মিয়াজি পাড়া ৮নং ওয়ার্ড পূর্ব কলাউজান, লোহাগাড়া।
১৬৪. জমির রায়হান (২৮), পিতা-মৃত, ইদ্রিস ফকির, সাং- ৩নং ওয়ার্ড বড়হাতিয়া মালপুকুরিয়া, খন্দকার পাড়া, ভবানীপুর, লোহাগাড়া।
১৬৫. মোঃ সাইফুল ইসলাম সজিব (৩৫), পিতা- নজির আহমদ, সাং- পূর্ব কলাউজান ৭নং ওয়ার্ড, লোহাগাড়া।
১৬৬. মনছুর আলম (৩২), পিতা- মৃত, আহমদ কবির ড্রাইবার, সাং- পূর্ব কলাউজান ৭নং ওয়ার্ড, লোহাগাড়া।
১৬৭. আব্দুর রহিম (৩৭), পিতা- আব্দুল কাশেম, সাং- সর্দার পাড়া ৭নং ওয়ার্ড পূর্ব কলাউজান, লোহাগাড়া।
১৬৮. নাজিম উদ্দিন (৪০), পিতা- মৃত, আশরাফ মিয়া, সাং- জয়নগর ৭নং ওয়ার্ড পূর্ব কলাউজান, লোহাগাড়া।
১৬৯. খোকন কান্তি নাথ (২৯), পিতা- মিলন কান্তি নাথ, সাং- নাথ পাড়া ৬নং ওয়ার্ড বলিপাড়া পূর্ব কলাউজান, লোহাগাড়া।
১৭০. বাবুল কান্তি নাথ (৩০), পিতা- শ্যামা চরণ নাথ, সাং- নাথ পাড়া ৬নং ওয়ার্ড বলিপাড়া পূর্ব কলাউজান, লোহাগাড়া।
১৭১. প্রান্ত দেব নাথ (৩২), পিতা- মৃত, বাবু বজন্দ্র দেব নাথ, সাং- নাথ পাড়া ৬নং ওয়ার্ড বলিপাড়া পূর্ব কলাউজান, লোহাগাড়া।
১৭২. জায়েদ (২২), পিতা- সিদ্দিক আহমদ, সাং- ৯নং ওয়ার্ড আদারচর পূর্ব কলাউজান, লোহাগাড়া।
১৭৩. নাজিম উদ্দিন (৩৮), প্রঃ ডাকাত নাজিম, পিতা- মৃত. বদিউর রহমান, সাং- ৯নং ওয়ার্ড আদারচর পূর্ব কলাউজান, লোহাগাড়া।
১৭৪. তসলিম উদ্দিন (৩৫), পিতা- ইউছুপ, সাং- ৯নং ওয়ার্ড আদারচর পূর্ব কলাউজান, লোহাগাড়া।
১৭৫. ইমরান উদ্দিন (২১), পিতা- জসিম উদ্দিন, সাং- ৯নং ওয়ার্ড আদারচর পূর্ব কলাউজান, লোহাগাড়া।
১৭৬. সেলিম উদ্দিন প্রঃ ডাকাত সেলিম (৪০), পিতা- সাহাব মিয়া, সাং- ৯নং ওয়ার্ড আদারচর পূর্ব কলাউজান, লোহাগাড়া।
১৭৭. মোরশেদ আলম (৩৫), পিতা- মৃত, আবুল কাশেম, সাং- উত্তর আমিরাবাদ ঘোনাপাড়া, লোহাগাড়া।
১৭৮. হেলাল উদ্দিন (৩৩) প্রঃ গজব, পিতা- ইব্রাহিম চৌকিদার, সাং- উত্তর আমিরাবাদ ঘোনাপাড়া, লোহাগাড়া।
১৭৯. ইসমাইল প্রঃ পেঠাইয়া (৩৮), পিতা- প্রকাশ মনু, সাং- শান্তি পুর পাড়া ৫নং ওয়ার্ড কালু, আমীন বাড়ি, লোহাগাড়া।
১৮০. এনামুল হক (৩৫), পিতা- জহির উদ্দিন, সাং- ঘোনাপাড়া, ৪নং ওয়াড, আমিরাবাদ, লোহাগাড়া।
১৮১. আমীন প্রঃ পাখী আমীন (৩০), পিতা- মৃত, নুরুল আলম, সাং- ঘোনাপাড়া ৪নং ওয়ার্ড আমিরাবাদ, লোহাগাড়া।
১৮২. গিয়াস উদ্দিন (৩৮), পিতা- ফয়েজ আহমদ, সাং- ঘোনাপাড়া ৪নং ওয়ার্ড আমিরাবাদ, লোহাগাড়া।
১৮৩. নুরুদ্দিন (২২), পিতা- জহুর উদ্দিন প্রকাশ মাছ জহুর, সাং- ঘোনাপাড়া ৪নং ওয়ার্ড আমিরাবাদ, লোহাগাড়া।
১৮৪. ফেরদৌস (৪১), পিতা- জালাল আহমদ, সাং- সাতঘড়িয়া পাড়া, লোহাগাড়া
১৮৫. সাহাব উদ্দিন (৩৩), পিতা- মৃত. খাইর আহমদ, সাং- ছালেহ আমদ সিকদারপাড়া, আধুনগর, লোহাগাড়া
১৮৬. নেজাম উদ্দিন (৩৮), পিতা- মৃত, খাইর আহমদ, সাং- উজির ভিটা, লোহাগাড়া
১৮৭. জসিম উদ্দিন (৫০), পিতা- মৃত মকবুল আহমদ, সাং- উকিলের পাড়া, লোহাগাড়া,
১৮৮. আজিজ বিন মিয়া মোহাম্মদ শাহজাহান (৫০), পিতা- মৃত, আব্দুল আজিজ, সাং- লোহাগাড়া, দর্জি পাড়া। ১৮৯। আব্দুল গণি প্রঃ গণি সম্রাট (৪৯), পিতা- মৃত, হেফাজুতুর রহমান, সাং- লোহাগাড়া সিকদার পাড়া।
১৯০. রমজান ওরফে ডাকাত রমজান (৫২), পিতা- মৃত, আব্দুস ছমদ, সাং- পশ্চিম কাঞ্চনা চৌধুরী পাড়া, সাতকানিয়া।
১৯১. মোঃ ইরফান উদ্দিন (৩১), পিতা- পিতা- রমজান, সাং- পশ্চিম কাঞ্চনা চৌধুরী পাড়া, সাতকানিয়া।
১৯২. শহিদুল আলম প্রঃ আর্মি শহিদ (৪৮), পিতা-মৃত কাজী মোঃ সোলাইমান, সাং-আব্দুল মালেকের বাড়ি, কাঞ্চনা, সাতকানিয়া।
১৯৩. হরাধন দাশ (৫৬), পিতা- মৃত, শাসাংক বিমল দাশ, সাং- উত্তর কাঞ্চনা দাশ পাড়া, ৩নং ওয়ার্ড, কাঞ্চনা, সাতকানিয়া।
১৯৪. ফখরুল ইসলাম প্রঃ লাভলু (৩০), পিতা- মৃত, আবুল কালাম, সাং- উজির ভিটা ৬নং ওয়ার্ড, লোহাগাড়া।
১৯৫. রাসেল (৩২), পিতা- সৈয়দ আহামদ, সাং- আলী আহমদ মাষ্টারের বাড়ি, ৮নং ওয়ার্ড লোহাগাড়া সদর।
১৯৬. আবু বক্কর (৩৯), পিতা- ইউনুছ মাষ্টার, সাং- লোহাগাড়া ৯নং ওয়ার্ড, দক্ষিণ সুখছড়ি।
১৯৭. আব্দুর জব্বার খোকন (৪৬), পিতা- মৃত. আব্দুল লতিফ, সাং- ৩নং ওয়ার্ড, উত্তর কলাউজান, লোহাগাড়া।
১৯৮. মোঃ ইকবাল (৪৫), পিতা- দানু মিয়া, সাং-গোয়াজার পাড়া, সাতকানিয়া, সর্বজেলা- চট্টগ্রাম
১৯৯. রাশেদুল ইসলাম চৌধুরী রাসেল (৩৮), পিতা-মরহুম সিরাজুল ইসলাম চৌধুরী, সাং-জমিদার পাড়া, ৫নং ওয়ার্ড, লোহাগাড়া, চট্টগ্রাম।
২০০. মোঃ তৌহিদ (৩৭), পিতা-আমির হামজা, সাং-জমিদার পাড়া, লোহাগাড়া, চট্টগ্রাম।
২০১. মোঃ ইসলাম (৩২), পিতা-আহমাদ হোসেন, সাং-মাঝির পাড়া, দক্ষিন হরিণা, আধুনগর, লোহাগাড়া, চট্টগ্রাম।
২০২. দিদারুল আলম বাবুল, পিতা-মৃত শফিউর রহমান, সাং-শফিউর রহমান সওদাগরের বাড়ী, ৭নং ওয়ার্ড, পশ্চিম হাজারবিঘা, আমিরাবাদ, লোহাগাড়া, চট্টগ্রামসহ অজ্ঞাতনামা ৩০০-৫০০ জন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm