বিপ্লবী বিনোদ বিহারীর জন্মদিবস উদযাপন করল হিন্দু ফাউন্ডেশন

উপমহাদেশের স্বাধিকার আন্দোলনের বিপ্লবী মহানায়ক মাস্টারদা সূর্য্য সেনের সহযোদ্ধা এবং চট্টগ্রাম যুব বিদ্রোহের অকুতোভয় সৈনিক, সাবেক আইন পরিষদ সদস্য বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর ১১০তম জন্মদিন উদযাপন করেছে বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন।

শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ হিন্দু ফাউন্ডেমনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জন্মদিনের কেক কাটা, আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে জন্মোৎসব উদযাপন করা হয়।

বাহিফার চেয়ারম্যান দুলাল কান্তি মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন, বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী একজন দেশপ্রেমিক, সমাজহিতৈষী ও অন্যায়ের বিরুদ্ধে স্বোচ্চার আলোকিত ব্যক্তিত্ব ছিলেন। মাষ্টারদা সূর্য্য সেনের বিপ্লবী সহযোদ্ধা, নির্লোভ, কৃতীপুরুষ বিপ্লবী বিনোদ বিহারী আমাদের কাছে আজীবন অনুকরণীয় দৃষ্টান্ত।

আলোচনায় অংশগ্রহণ করেন ভাইস চেয়ারম্যান লায়ন কে পি দাশ, সহ-মহাসচিব অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, প্রকৌশলী পরিমল কান্তি চৌধুরী, তাপস হোড়, অধ্যক্ষ বিজয় লক্ষ্মী দেবী, প্রকৌশলী উদয় শেখর দত্ত, অধ্যাপক হারাধন নাগ, বিশ্বজিৎ পালিত, আশুতোষ সরকার, অজিত কুমার আইচ, সুভাষ দাশ, অনুপ রক্ষিত, মুক্তিযোদ্ধা ধীলন কান্তি ধর, মুক্তিযোদ্ধা সত্যজিৎ পালিত, প্রকৌশলী লিটন ব্যানার্জী, পলাশ বিশ্বাস, সুমন শীল, আনন ঘোষ, কানু ঘোষ, চন্দন কুমার দত্ত, সুমন চন্দ্র নাথ, সুকুমার মজুমদার, সুভাষ চন্দ্র নাথ প্রমুখ।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!