চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের অভিযান চালিয়ে বন্দুকসহ বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার করেছে র্যাব। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ১১টি বন্দুক, ২৭টি দেশি ধারালো অস্ত্র, ৮টি ক্রিকেট স্ট্যাম্প ও ১৫টি কার্তুজ। এ ঘটনায় মুহাম্মদ কামালসহ (৫০) দু’জনকে গ্রেপ্তার করেছে র্যাব। কামাল সাবেক ইউপি চেয়ারম্যান খায়েজ আহমদের ছেলে।
বুধবার (২৯ অক্টোবর) দিবাগত গভীর রাতে এই অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরো বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রাউজানে নোয়াপাড়া এলাকায় কামালের বাড়িতে অভিযান পরিচালনা করে এসব অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে নয়টি আগ্নেয়াস্ত্র, চাপাতি, বিপুল পরিমাণ রামদা উদ্ধার করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান আরো বলেন, বিগত সময়ে রাউজান উত্তপ্ত ছিল। সাম্প্রতিক সময়ও রাউজান উত্তপ্ত হয়ে উঠেছে। এর আগে প্রায়ই আমরা অভিযান চালিয়েছি। চলমান এ অভিযান অব্যাহত থাকবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাব ৭ এর এই অধিনায়ক বলেন, কামালের বিরুদ্ধে এ পর্যন্ত তিনটি মামলার সন্ধান পেয়েছি। মামলা গুলোতে তিনি জামিনে রয়েছেন। আজকের অস্ত্র উদ্ধার নতুন করে মামলা হবে।
কী কাজে অস্ত্রগুলো সংগ্রহ করা হয়েছিল, সাংবাদিকদের অন্য এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে অধিনায়ক আরো বলেন এ সমস্ত অস্ত্রের কোন বৈধ লাইসেন্স নেই। তাই ধারণা করা হচ্ছে অপরাধ সংগঠন করবার জন্যই এসব অস্ত্রগুলো সংগ্রহ করা হয়েছে।
অস্ত্রগুলো বিগত কয়েকটি হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে কিনা তা জানা যায়নি বলে জানান লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান।
আইএমই/এমএহক



