বিপিসির অস্থায়ী শ্রমিক-কর্মচারীদের এক দফা দাবি

সরকারি জ্বালানি সেক্টর বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) অধীনস্থ প্রতিষ্ঠানসমূহের বৈষম্যবিরোধী অস্থায়ী শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে অস্থায়ী ও ঠিকাদার দৈনিক মজুরিভিত্তিক কর্মরত শ্রমিক কর্মচারীদের বহাল রেখে বয়সসীমা শিথিল করে চাকরি স্থায়ী করার এক দফা দাবি ঘোষণা করা হয়।

সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় শ্রমিক এ মতবিনিময় সভা নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

সমন্বয় কমিটির আলমগীর হোসেন জুয়েলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মো.কফিল উদ্দিন, মো. ওয়াহিদুল আলম, মো. নজরুল ইসলাম ফাহিম, মো. ফয়সাল সিদ্দিক, মো. জামাল উদ্দিন, রাজিব কামাল খান।

সভায় বক্তারা বিভিন্ন বৈষম্যের কথা তুলে ধরে বলেন, আমাদের যৌক্তিক দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমারা রাজপথ ছাড়বো না। দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ২৮ অক্টোবর দেশব্যাপী শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm