করোনা আক্রান্তদের জন্য চট্টগ্রামের হাটহাজারীতে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু হল চট্টগ্রাম গার্মেন্টস এক্সেসরিজ এক্সপোর্টার গ্রুপের অর্থায়নে। অ্যাম্বুলেন্সটি উপজেলার করোনা রোগী বা করোনায় মারা যাওয়া ব্যক্তিদের লাশ পরিবহন এবং জরুরি প্রয়োজনে অক্সিজেন সেবা দেবে।
সেবা কার্যক্রমে সহযোগিতা করবে হাটহাজারী সম্মিলিত রক্তদাতা ফোরামের সদস্যরা। সেবার জন্য যোগাযোগ করতে হবে যেসব নম্বরে, সেগুলো হচ্ছে ০১৭৮১-৯০৩৪৩৯, ০১৮১৩-২১৫১৬৭, ০১৮৩০-১০৮৭১৪ ও ০১৭১৬-৪০৫০২৫। লাশ পরিবহন ও অক্সিজেনসহ করোনা রোগী পরিবহনের জন্য এসব নম্বরে দিনের যে কোন সময়ে যোগাযোগ করা যাবে বলে জানানো হয়েছে।
রোববার (৫ জুলাই) চট্টগ্রাম গার্মেন্টস এক্সেসরিজ এক্সপোর্টার গ্রুপের কার্যালয়ে সেবা কার্যক্রমের উদ্বোধন ও অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন সভাপতি জসিম উদ্দিন চৌধুরী। চাবি গ্রহণ করেন হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল।
জসিম উদ্দিন চৌধুরী বলেন, জাতীয় সংকটে চিকিৎসা সেবার উন্নয়নের জন্য চট্টগ্রামের বিত্তবানদের এগিয়ে আসা উচিত।
সাবেক চেয়ারম্যান ইকবাল বলেন, আমাদের দেশে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার সঠিক ব্যবস্থা গড়ে ওঠেনি। সরকারের পাশাপাশি সাধারণ মানুষ এগিয়ে এলে স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে। বিত্তবান লোকজন ইসলামের বিধিমতে তাদের যাকাতের অর্ধেক টাকা চিকিৎসা সেবার জন্য দান করতে পারেন। সবাই সঠিকভাবে অর্থ দিলে প্রতি গ্রামে মানসম্পন্ন হাসপাতাল গড়ে উঠবে।
চট্টগ্রাম গার্মেন্টস এক্সেসরিজ এক্সপোর্টার গ্রুপের সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল বলেন, সংগঠনের পক্ষ থেকে মানবিক সেবামূলক কার্যক্রম চলবে।
এ সময় অন্যদের মধ্যে জেএস এক্সেসরিজের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল ইসলাম চৌধুরী, সার্ভ ফর স্মাইল সংগঠনের আহ্বায়ক সাইফুল্লাহ মনসুর, মো. বাহার উদ্দিন, এনটুএসের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান, প্রাইম লেবেলের স্বত্ত্বাধিকারী ইকবাল পারভেজ, হাটহাজারী সম্মিলিত রক্তদাতা ফোরামের সভাপতি নুরুল আক্তার রুবেল, অ্যাম্বুলেন্স সেবার সমন্বয়কারী আবুল মনছুর, সাইফুদ্দিন খালেদ উপস্থিত ছিলেন।
সিএম/এসএস/সিপি