করোনার সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী ১১ দফা বিধিনিষেধ শুরুর প্রথম দিনেই কক্সবাজারের পেকুয়ায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে পেকুয়া চৌমুহনী বাজারসহ বেশ কয়েকটি জায়গায় এই অভিযান পরিচালনা করেন পেকুয়া উপজেলা প্রশাসন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাতের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ১১শ’ টাকা জরিমানা করা হয়। মাস্ক না পড়া, সামাজিক দূরত্ব বজায় না রাখাসহ সরকার ঘোষিত বিধিনিষেধ পালন না করায় এ জরিমানা আদায় করা হয়।
পেকুয়া উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা তপন পাল বলেন, দেশে করোনা সংক্রমণের হার ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। করোনার এই সংক্রমণ প্রতিরোধে বৃহস্পতিবার দুপুরে চৌমুহনীতে বেশ কয়েকটি দোকান ও ব্যক্তিকে যথাযথ স্বাস্থ্যবিধি না মানায় আর্থিক জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের অভিযানে সহায়তা করেন থানা পুলিশের একটি টিম। এসময় করোনা সচেতনামূলক লিফলেটও বিতরণ করা হয়।
পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আসিফ আল জিনাত বলেন, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি এ সময় করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা মেনে চলতে সবাইকে অনুরোধ করেন।
কেএস