বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডিসি রোডে ১০ বছরের শিশুর মৃত্যু

বন্ধুদের সাথে বোতল কুড়াতে গিয়ে নগরীর চকবাজার থানার ডিসি রোডের গণি কলোনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মো. ইমন (১২)। সে বাকলিয়া থানার বগারবিল এলাকার তাজুল ইসলামের ছেলে।

তাজুল ইসলামের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রামে। প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, চকবাজারের ডিসি রোডের গণি কলোনির ভবনটি কিছুটা নিচু এলাকা হওয়ায় নিচ তলায় কাদা পানি জমে থাকে। ভবনটির তিনতলায় মানুষ বসবাস করলেও নিচ তলায় কেউ বসবাস করে না।

ইমন সকালের দিকে বন্ধুদের সাথে বোতল কুড়াতে গিয়ে ভবনটিতে থাকা বিদ্যুৎ লাইনে স্পৃষ্ট হয়ে মারা যায়। বন্ধুরা তার বাবাকে খবর দিলে তিনি দেড়টার দিকে চকবাজার থানা পুলিশের উপস্থিতিতে লাশ উদ্ধার করেন।

এ ব্যাপারে জানতে চাইলে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার আতাউর রহমান বলেন, ‘লাশটি উদ্ধারের পর সুরতহাল করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’

সিএম/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!