বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু বায়েজিদে

চট্টগ্রামের বায়েজিদে বিদ্যুৎস্পৃষ্টে মো. শিপন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত শিপন বায়েজিদ থানার সাহম শহিদ নগরের মো. লেদু মিঞার ছেলে। ঘরে বৈদ্যুতিক সুইচ দিতে গেলে শিপন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্বজনরা চমেক হাসপাতালে নিয়ে আসলে দুপুর ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতালে পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন তালুকদার চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘শিপন নিজ ঘরে বৈদ্যুতিক সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাকী/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm