বিদ্যুৎস্পৃষ্টে মেরিন অ্যাকাডেমিতে নির্মাণ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের কণর্ফুলী উপজেলার মেরিন অ্যাকাডেমিতে একটি নির্মাণাধীন ভবনের কাজ করার সময়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান বলে স্থানীয় সূত্র ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিশ্চিত হওয়া গেছে। শনিবার (৬ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. তারেক (৩৪)। তিনি ইপিজেড থানার দক্ষিণ হালিশহর বড় বাড়ির হাজী মোস্তফার পুত্র। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার তাকে আহত অবস্থায় চমেক হাসপাতালে আনার তথ্য জানান।

আলাউদ্দিন তালুকদার বলেন, ‘শনিবার দুপুরে কর্ণফুলী উপজেলার মেরিন একাডেমির একটি নির্মাণাধীন ভবনের কাজ করার সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারেক নামে ওই শ্রমিক গুরুতর আহত হন।’

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে ২৮ নম্বর নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করানো হয়। সেখানে দুপুর দুইটার দিকে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক।’

মুআ/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!