খাগড়াছড়ির মানিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে মানিকছড়ির গচ্ছাবিল সিপাহীপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মানিকছড়ির গচ্ছাবিল এলাকার সিপাহীপাড়ায় মো. ওমর ফারুকের স্ত্রী কুলছুম বেগম (৩৮) ও মেয়ে ইসরাত জাহান কলি (৮)।
সন্ধ্যায় বাড়ির পাশ থেকে গরু আনতে গেলে বিদ্যুতের ছেঁড়া তারে স্পৃষ্ট হয় মা-মেয়ে। এরপর তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও কর্তৃব্যরত চিকিৎসক ডা. মহিউদ্দিন মৃত ঘোষণা করেন বলে জানান স্থানীয় বাসিন্দা রাসেল হোসেন।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নূর আলম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করতে যাচ্ছি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।’
ডিজে