বিদ্যুৎস্পৃষ্টে বাক প্রতিবন্ধী শিশুর মৃত্যু মানিকছড়িতে

খাগড়াছড়ির মানিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জোবায়ের হোসেন (৭) নামের এক বাক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) সন্ধ্যা ৫টার দিকে মানিকছড়ির তিনটহরী শিবির এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত জোবায়ের ওই এলাকার মো. কামাল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, জোবায়ের বাড়ির এক ঘর থেকে চা পান করে অন্য ঘরে যাওয়ার সময় ছিঁড়ে পড়া বিদ্যুৎতারে জড়িয়ে অজ্ঞান হয়ে পড়ে। পরে মানিকছড়ি হাসপাতাল নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান মানিকছড়ি থানার ডিউটি অফিসার ফয়েজ আহম্মদ।

ডিজে

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!