বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

কক্সবাজারের চকরিয়ায় গাছ থেকে সুপারি পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. সালাহ উদ্দিন (১০) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (৮ নভেম্বর) দুপুর সাড়ে তিনটায় উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা উত্তরপাড়ায় এই ঘটনা ঘটে।

সালাহ উদ্দিন ওই গ্রামের শফিকুল আলমের ছেলে এবং স্থানীয় একটি একটি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।

সালাহ উদ্দিনের ফুফাতো ভাই আসিফুল ইসলাম বলেন, দুপুরে ভাত খেয়ে বাবার সঙ্গে বিলে কাজ করতে যায় সালাহ উদ্দিন। পরে বাড়িতে আসার পথে প্রতিবেশি এক চাচার বাড়িতে সুপারি গাছে উঠার জন্য ঘরের টিনের চালে উঠলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় সালাহ উদ্দিন। পরে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm