চট্টগ্রামের আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উশা আক্তার (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে নিজ বাড়ির সবজি খেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি। নিহত উশা উপজেলার জুঁইদন্ডী গ্রামের মো. আবু তাহেরের স্ত্রী।
জুঁইদন্ডী ইউপির ৪নম্বর ওয়ার্ডের সদস্য শফিকুর রহমান জানান, উশা মঙ্গলবার সকালে বাড়ির পাশে সবজি খেতে শাক তুলতে গেলে মাঠে পড়ে থাকা বৈদ্যুতিক তার হাতে নিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। বাড়ি থেকে দোকানে বিদ্যুতের সংযোগ নেওয়া ওই তারটি ছিঁড়ে পড়েছিল। সে বিষয়ে কেউ জানতেন না। পরে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, এরকম কোনো ঘটনার বিষয়ে কেউ থানাকে অবগত করেননি।
এসএস